নেক সন্তান লাভের দোয়া ও আমল

এডুয়েটিকের ধর্মকথা বিভাগে আজকে আমরা আলোচনা করবো নেক সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না আজকে আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মাতৃত্বের স্বাদ কোন নারীই না পেতে চায়? গর্ভধারণ নারীর জন্য অনেক আনন্দদায়ক একটা বিষয়। তবে অনেকেই আছে যে, অনেক চেষ্টা করার পরও গর্ভবতী হতে পারেন না। প্রতিদিন নিম্নলিখিত দোয়াগুলো নিয়ম করে পড়ুন। ইনশাআল্লাহ! মহান আল্লাহ তাআলা চাইলে আপনার মনে আশা পূর্ণ হবে।

যাদের সন্তান হয় না, তাদের জন্য এটি অত্যন্ত সুন্দর একটি দোয়া। বার্ধক্যে হজরত জাকারিয়া আলাইহিস সালামের সে আবেদনও মানুষের জন্য আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন-

رَبِّ لَا تَذَرۡنِیۡ فَرۡدًا وَّ اَنۡتَ خَیۡرُ الۡوٰرِثِیۡنَ

উচ্চারণ : ‘রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আংতা খায়রুল ওয়ারিছিনা।’

অর্থ : ‘হে আমার রব! আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী (অতএব আমাকে উত্তম ওয়ারিশ বা সন্তান দান করুন)।’ (সুরা আম্বিয়া : আয়াত ৮৯)



হজরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য আরও একটি দোয়া করেন। সেই দোয়ায় আছে আল্লাহর প্রতি বিনয় ও নেক সন্তান পাওয়ার আশা। তাহলো-

رَبِّ هَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّکَ سَمِیۡعُ الدُّعَآءِ

উচ্চারণ : ‘রাব্বি হাবলি মিল্লাদুংকা জুররিয়াতান ত্বাইয়েবাতান; ইন্নাকা সামিউদ দোয়া।’

অর্থ : ‘হে আমার প্রভু! আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী।’ (সুরা আল-ইমরান : আয়াত ৩৮)

বি: দ্র: উল্লেখিত দোয়া বেশি বেশি পড়তে হবে। তবেই মহান আল্লাহ তার বান্দাদের সন্তান দানে ধন্য করতে পারেন।

নেক সন্তান লাভের দোয়া ও আমল

দোয়া করার সময় অবশ্যই তাঁর আমল হতে হবে এমন-

১. নেক সন্তান পেতে হলে স্বামী-স্ত্রীকে নেককার হতে হবে।
২. স্বামী-স্ত্রী উভয়কে নেক আমল করতে হবে।
৩. সন্তান পাওয়া আশা করতে হবে।
৪. দোয়ার আবেদনে থাকতে হবে ভয়।
৫. দোয়ার সময় বিনয়ী হতে হবে।
৬. গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে।
৭. সর্বোপরি সব সময় সৎ কাজে নিয়োজিত থাকতে হবে।

আল্লাহ তাআলা নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভে আল্লাহর কাছে কুরআনের শেখানো ভাষায় দোয়া করার তাওফিক দান করুন। আমিন।



যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

এগুলো দেখুন

মাশাআল্লাহ

মাশাআল্লাহ কখন ও কেন বলবেন?

এডুয়েটিকের ধর্মকথা বিভাগে আজ আমরা সম্পর্কে আলোচনা করবো মাশাআল্লাহ কখন ও কেন বলবেন? তাহলে চলুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *