বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – MCQ Questions

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – MCQ Questions

১. প্রশ্নঃ ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?’ প্রবাদটির রচয়িতা কে?

ক. মীর মশাররফ হোসেন
খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২. প্রশ্নঃ প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?

ক. দুর্গেশনন্দিনী ✔
খ. বিষবৃক্ষ
গ. কপাল কুন্ডলা
ঘ. রাজসিংহ

৩. প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?

ক. Rajmohans wife ✔
খ. দুর্গেশনন্দিনী
গ. কপালকুণ্ডলা
ঘ. বিষবৃক্ষ

৪. প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক. আলালের ঘরের দুলাল
খ. নববাবু বিলাস
গ. দুর্গেশনন্দিনী ✔
ঘ. গৃহদাহ

৫. প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু হল-

ক. ছিয়াত্তরের মন্বন্তর ✔
খ. ধর্মীয় পুরোহিতদের সুখ দুঃখ
গ. তৎকালীন ভারতীয় হিন্দু সমাজের ধর্মীয় সংস্কার
ঘ. উপরের কোনটিই নয়

৬. প্রশ্নঃ ‘রাজসিংহ’ উপন্যাস কার রচনা?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম

৭. প্রশ্নঃ বঙ্কীমচন্দ্রের কোন উপন্যাসটি দেশাত্মবোধক?

ক. আনন্দমঠ ✔
খ. রাজসিংহ
গ. চন্দশেখর
ঘ. রাধারানী

৮. প্রশ্নঃ ‘বাবা কার ক্ষেতে ধান খেয়েছি যে, আমাকে এর ভিতর পুরিলে?’ বাক্যটি কার রচনা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৯. প্রশ্নঃ ‘কমলা কান্তের দপ্তর’ কোন শ্রেণীর রচনা?

ক. প্রবন্ধ ✔
খ. উপন্যাস
গ. রম্য রচনা
ঘ. ভ্রমণ কাহিনী

১০. প্রশ্নঃ ‘কৃষ্ণকুমারী’ কি ধরনের গ্রন্থ?

ক. প্রহসন
খ. নাটক ✔
গ. কাব্যগ্রন্থ
ঘ. উপন্যাস

১১. প্রশ্নঃ কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা?

ক. নৌকাডুবি
খ. গোরা
গ. ঘরে বাইরে
ঘ. বিষবৃক্ষ ✔

১২. প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-

ক. দুর্গেশ নন্দিনী ✔
খ. কপালকুণ্ডলা
গ. রজনী
ঘ. কৃষ্ণকান্তের উইল

১৩. প্রশ্নঃ বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?

ক. কুন্দনন্দিনী ✔
খ. শ্যামসুন্দরী
গ. বিমলা
ঘ. রোহিনী

১৪. প্রশ্নঃ জেবুন্নেসা কোন উপন্যাসের নায়িকা?

ক. কপালকুণ্ডলা
খ. রাজসিংহ ✔
গ. মৃণালিনী
ঘ. রজনী

১৫. প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি

ক. আলালের ঘরের দুলাল
খ. সীতারবনবাস
গ. দুর্গেশনন্দিনী ✔
ঘ. শকুন্তলা



১৬. প্রশ্নঃ ‘কুন্দনন্দিনী’ কোন উপন্যাসের চরিত্র?

ক. বিষবৃক্ষ ✔
খ. কৃষ্ণকান্তের উইল
গ. তিতাস একটি নদরি নাম
ঘ. শেষের কবিতা

১৭. প্রশ্নঃ ‘আনন্দমঠ’ উপন্যাসটি কার লেখা?

ক. ফাল্গুনী মুখোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. অক্ষয়কুমার দত্ত

১৮. প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

ক. বেঙ্গল গেজেট
খ. বঙ্গদর্শন ✔
গ. জ্ঞানান্বেষণ
ঘ. সংবাদ

১৯. প্রশ্নঃ ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. আনন্দমোহন বাগচী

২০. প্রশ্নঃ কোনটি সামাজিক উপন্যাস?

ক. কপালকুণ্ডলা
খ. আনন্দ মঠ
গ. বিষবৃক্ষ ✔
ঘ. দুর্গেশনন্দিনী

২১ প্রশ্নঃ নিচেরকোনটি উপন্যাস?

ক. সাজাহান
খ. রজনী ✔
গ. কলিকাতা কমলালয়
ঘ. প্রায়শ্চিত্ত

২২. প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী কত সালে প্রকাশিত হয়?

ক. ১৮৬২ সালে
খ. ১৮৬৫ সালে ✔
গ. ১৮৬৭ সালে
ঘ. ১৮৬৮ সালে

২৩. প্রশ্নঃ ‘ইন্দিরা’ গ্রন্থটি কার রচনা?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. প্যারিচাঁদ মিত্র
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২৪. প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি?

ক. বিষবৃক্ষ
খ. সীতারাম
গ. কপালকুণ্ডলা
ঘ. দুর্গেশনন্দিনী ✔

২৫. প্রশ্নঃ ঐতিহাসিক উপন্যাস হল-

ক. রাজসিংহ ✔
খ. পথের দাবী
গ. জননী
ঘ. হাজার বছর ধরে

২৬. প্রশ্নঃ বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস ‘কপালকুণ্ডলা’ এর রচয়িতা কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মধুসূদন দত্ত

২৭. প্রশ্নঃ ‘সাম্য’ গ্রন্থের রচয়িতা ক?

ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহাম্মদ বরকতউল্লাহ
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
ঘ. মোহাম্মদ লুৎফর রহমান

২৮. প্রশ্নঃ কোন গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নয়?

ক. ইন্দিরা
খ. সীতারাম
গ. মৃণালিনী
ঘ. শকুন্তলা ✔

২৯. প্রশ্নঃ ‘দুর্গেশনন্দিন’ শব্দের অর্থ কী?

ক. দুর্গা দেবীর কন্যা
খ. দুর্গের অধিবাসী
গ. দুর্গাধিপতি
ঘ. দুর্গ প্রধানের কন্যা ✔

৩০. প্রশ্নঃ ‘ললিতা তথা মানস’ আখ্যান কাব্যটির রচয়িতা কে?

ক. মধুসূদন
খ. নবীনচন্দ্র সেন
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
ঘ. রঙ্গলাল মুখোপাধ্যায়



৩১. প্রশ্নঃ ‘কমলাকান্তের দপ্তর’ কার লেখা?

ক. শরৎচন্দ্র
খ. বঙ্কিমচন্দ্র ✔
গ. জগদীশ চন্দ্র বসু
ঘ. মনোজ বসু

৩২. প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?

ক. অশোক
খ. সাজাহান
গ. সরোজিনী
ঘ. কৃষ্ণকুমারী ✔

৩৩. প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের প্রচারধর্মী ত্রয়ী উপন্যাস কোনগুলো?

ক. আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম ✔
খ. বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, রাজসিংহ
গ. মৃণালিনী, দুর্গেশনন্দিনী, ইন্দিরা
ঘ. বিষবৃক্ষ, ইন্দিরা, সীতারাম

৩৪. প্রশ্নঃ ‘কাঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
গ. সুভাষ মুখোপাধ্যায়
ঘ. কাজী ইমদাদুল হক

৩৫. প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম-

ক. দুর্গেশ নন্দিনী,অঙ্গুরীয় বিনিয়ম, রাজসিংহ
খ. দুর্গেশ নন্দিনী, বামাতোষিণী, কমলাকান্তের দপ্তর
গ. দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ সীতারাম ✔
ঘ. নববাবু বিলাস, বামাতোষিনী, সীতারাম

৩৬. প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক. বিষাদ সিন্ধু
খ. মেঘনাদবধ কাব্য
গ. বিষবৃক্ষ
ঘ. দুর্গেশনন্দিনী ✔

৩৭. প্রশ্নঃ বঙ্কীমচন্দ্র মোট কতটি উপন্যাস লিখেছেন?

ক. এগারটি
খ. বারটি
গ. তেরটি
ঘ. চৌদ্দটি ✔

৩৮. প্রশ্নঃ ‘বিজ্ঞান রহস্য’ কার রচনা?

ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
খ. অবনীন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৩৯. প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র রচিত গার্হস্থ্যধর্মী উপন্যাস কোনটি?

ক. বিষবৃক্ষ ✔
খ. আনন্দমঠ
গ. কপালকুণ্ডলা
ঘ. মৃণালিনী

৪০. প্রশ্নঃ বাংলা সাহিত্যের কোন ঔপন্যাসিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট ছিলেন?

ক. রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
ঘ. মধুসূদন দত্ত

৪১. প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?

ক. মৃণালিনী
খ. দেবী চৌধুরাণী
গ. বনফুল
ঘ. দুর্গেশনন্দিনী ✔

৪২. প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. তারাশঙ্কর বন্দোপাধ্যায়

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

এগুলো দেখুন

কাজী নজরুল ইসলাম - MCQ Questions

কাজী নজরুল ইসলাম – MCQ Questions

কাজী নজরুল ইসলাম – MCQ Questions ১. প্রশ্নঃ কোনটি নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ? ক. ছায়ানট✔ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *