ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – MCQ Questions

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – MCQ Questions

১. প্রশ্নঃ শকুন্তলা কে অনুবাদ করেন?

ক. প্যারীচাঁদ
খ. বিদ্যাসাগর ✔
গ. রামমোহন রায়
ঘ. অক্ষয় কুমার দত্ত

২. প্রশ্নঃ বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✔

৩. প্রশ্নঃ ‘বিধবা বিবাহ আইন’ কত সালে পাশ হয়?

ক. ১৮৫৫ সালে
খ. ১৮৫৬ সালে ✔
গ. ১৮৫৭ সালে
ঘ. ১৮৫৮ সালে

৪. প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি?

ক. রামায়ণ
খ. শকুন্তলা
গ. বেতাল পঞ্চবিংশতি ✔
ঘ. বেদান্ত গ্রন্থ

৫. প্রশ্নঃ বাংলা গদ্যের জনক কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার ✔
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. উইলিয়াম কেরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৬. প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?

ক. হেক্টর বধ
খ. ইডিপাস
গ. মুখরা রমণী বশীকরণ
ঘ. ভ্রান্তিবলাস ✔

৭. প্রশ্নঃ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?

ক. স্মৃতি কথামালা
খ. আত্মচরিত ✔
গ. আত্মকথা
ঘ. আমার কথা

৮. প্রশ্নঃ বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সালে থেকে শুরু হয়?

ক. ১৮৪৭ ✔
খ. ১৮৭৪
গ. ১৮৮৯
ঘ. ১৯২৩

৯. প্রশ্নঃ কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?

ক. আত্মচরিত ✔
খ. আত্মকথা
গ. আত্মজিজ্ঞাসা
ঘ. আমার কথা

১০. প্রশ্নঃ হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক-

ক. রাজা রামমোহন রায়
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. মিসেস সরোজিন নাইডু
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✔

১১. প্রশ্নঃ বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা কোনটি?

ক. শকুন্তলা
খ. কপালকুণ্ডলা
গ. প্রভাবতী সম্ভাষণ ✔
ঘ. সীতার বনবাস

১২. প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসারের পারিবারিক নাম-

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ✔
গ. ঈশ্বর শর্ম
ঘ. ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়

১৩. প্রশ্নঃ ‘শকুন্তলা’ কার লেখা গ্রন্থ?

ক. উইলিয়াম কেরি
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✔
গ. রামরাম বসু
ঘ. চণ্ডিচরণ মুন্সি

১৪. প্রশ্নঃ আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৫. প্রশ্নঃ ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?

ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✔
গ. রামমোহন রায়
ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়



১৬. প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন ধরনের রচনা?

ক. কাব্যগ্রন্থ
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. অনুবাদগ্রন্থ ✔

১৭. প্রশ্নঃ শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন-

ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✔
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৮. প্রশ্নঃ বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?

ক. রামরাম বসু
খ. রাম নারায়ণ তর্করত্ন
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাজা রামমোহন রায় ✔

১৯. প্রশ্নঃ বিধবাবিবাহ রহিতকরণে কে কলম যুদ্ধ করেন-

ক. রাজা রামমোহন রায়
খ. প্যারিচাঁদ মিত্র
গ. রাজীব লোচন মুখোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✔

২০. প্রশ্নঃ ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?

ক. শকুন্তলা
খ. সীতার বনবাস
গ. বর্ণপরিচয় ✔
ঘ. ভ্রান্তিবিলাস

২১. প্রশ্নঃ কারা ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেন?

ক. ফোর্ট উইলিয়াম কলেজ
খ. হিন্দু সমাজ
গ. সংস্কৃত কলেজ ✔
ঘ. ব্রিটিশ সরকার

২২. প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণের ‘অযোদ্ধা কাণ্ড’ – এর বঙ্গানুবাদ কোনটি?

ক. ঋজুপাঠ(প্রথম ভাগ)
খ. ঋজুপাঠ(দ্বিতীয় ভাগ) ✔
গ. বোধোদয়
ঘ. কথামালা

২৩. প্রশ্নঃ কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?

ক. ভ্রান্তিবিলাস
খ. বেতাল পঞ্চবিংশতি ✔
গ. প্রভাবতী সম্ভাষণ
ঘ. সংস্কৃত সাহিত্যের ইতিহাস

২৪. প্রশ্নঃ বাংলা গদ্য প্রথম বিরাম চিহ্ন বা যতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?

ক. বিদ্যাসাগরের ✔
খ. অক্ষয় কুমারের
গ. চণ্ডীচরণ মুন্সির
ঘ. কালিপ্রসন্ন সিংহের

২৫. প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কোনটি?

ক. বিদ্যাসাগর
খ. চট্টোপাধ্যায়
গ. বন্দ্যোপাধ্যায় ✔
ঘ. শর্মা

২৬. প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তবিলাস’ কোন নাটকের গন্য অনুবাদ?

ক. মার্চেন্ট অব ভেনিস
খ. কমেডি অব এররস ✔
গ. দ্যা মিডসামার নাইটস ড্রিম
ঘ. টেমিং অব দ্যা শ্রু

২৭. প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা

ক. প্রভাবতী সম্ভাষণ ✔
খ. জীবন চরিত্র
গ. বেতাল পঞ্চবিংশতি
ঘ. সীতার বনবাস

২৮. প্রশ্নঃ ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে?

ক. প্রেসিডেন্সি কলেজ
খ. সংস্কৃত কলেজ ✔
গ. বিদ্যাসাগর কলেজ
ঘ .কলকাতা বিশ্ববিদ্যালয়

২৯. প্রশ্নঃ কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়?

ক. বেতাল পঞ্চবিংশতি ✔
খ. সীতার বনবাস
গ. শকুন্তলা
ঘ. বেদান্ত গ্রন্থ

৩০. প্রশ্নঃ কোনটি বিদ্যাসাগরের রচনা?

ক. রাজাবলী
খ. বত্রিশ সিংহাসন
গ. হিতোপদেশ
ঘ. শকুন্তলা ✔



৩১. প্রশ্নঃ ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়-

ক. উইলিয়াম কেরিকে
খ. রাজা রামমোহন রায়কে
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ✔
ঘ. প্যারিচাঁদ মিত্রকে

৩২. প্রশ্নঃ নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?

ক. প্রভাত সংগীত
খ. সন্ধ্যা সংগীত
গ. প্রভাবতী সম্ভাষণ ✔
ঘ. প্রান্তিক

৩৩. প্রশ্নঃ বাংলা ভাষায় বাক্যের অর্থ উদ্ধারের সুবিধার্থে কে প্রথমে দাঁড়ি, কমা, সেমিকোলন ইত্যাদির প্রবর্তন করেন?

ক. উইলিয়াম কেরী
খ. প্যারীচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✔
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৩৪. প্রশ্নঃ নিচের কোন গ্রন্থে যতি চিহ্নের সার্থক প্রয়োগ করা হয়?

ক. কপাল কুন্ডলা
খ. বেতাল পঞ্চবিংশতি ✔
গ. মরু শিখা
ঘ. মেঘনাদ বধ

৩৫. প্রশ্নঃ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা?

ক. হুতোম পেঁচার নক্সা
খ. কীর্তিবিলাস
গ. বেতাল পঞ্চবিংশতি ✔
ঘ. শর্মিষ্ঠা

৩৬. প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন-

ক. ১৭৯৬ সালে
খ. ১৮০২ সালে
গ. ১৮২০ সালে ✔
ঘ. ১৮৪৮ সালে

৩৭. প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?

ক. বঙ্কিমচরিত
খ. ঈশ্বরচন্দ্রচরিত
গ. রামায়ণচরিত
ঘ. বিদ্যাসাগরচরিত ✔

৩৮. প্রশ্নঃ ‘বর্ণ-পরিচয়’ গ্রন্থের লেখক কে?

ক. সতীনাথ বসাক
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. যোগীন্দ্রনাথ সরকার
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✔

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

এগুলো দেখুন

কাজী নজরুল ইসলাম - MCQ Questions

কাজী নজরুল ইসলাম – MCQ Questions

কাজী নজরুল ইসলাম – MCQ Questions ১. প্রশ্নঃ কোনটি নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ? ক. ছায়ানট✔ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *