Write A Dialogue Between Two Friends About Bad Effects Of Student Politics. (বাংলা অর্থসহ)

write a dialogue between two friends about bad effects of student politics. (ছাত্র রাজনীতির খারাপ প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখ।)

Liton : Hi friend, good morning. How are you?

Polash : Good morning. I am fine. What about you?

Liton : I am fine too. But I am somewhat worried about our student politics.

Polash : Why? Don’t you support student politics?

Liton : Student Politics is not bad at all. But the present politics of our country is very corrupted. Almost all the political leaders are selfish and unpatriotic.

Polash : You are absolutely right.

Liton : These cunning leaders are misguiding the students and using them for their own interest. By giving them arms, drug, black money the leaders are making them morally blind.

Polash : What a bad situation!

Liton : As a result students are being involved in terrorism, hijacking and various crimes.

Polash : Besides, the environment of the educational institution is being seriously spoiled. So, the general students are the worst sufferers of this polluted student politics.

Liton : You are right. I think. Student politics should be banned.

Polash : I think so too.

Liton : Ok, friend. No more today. See again.

Polash : See again.



অনুবাদ:

write a dialogue between two friends about bad effects of student politics. (ছাত্র রাজনীতির খারাপ প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখ।)

লিটন : হ্যালো বন্ধু, শুভ সকাল। কেমন আছো?

পলাশ : শুভ সকাল। আমি ভালো আছি. তোমার খবর কি?

লিটন : আমিও ভালো আছি। তবে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে আমি কিছুটা চিন্তিত।

পলাশ : কেন? তুমি কি ছাত্র রাজনীতি সমর্থন কর না?

লিটন : ছাত্র রাজনীতি মোটেও খারাপ নয়। কিন্তু আমাদের দেশের বর্তমান রাজনীতি খুবই কলুষিত। প্রায় সব রাজনৈতিক নেতাই স্বার্থপর ও দেশপ্রেমহীন।

পলাশ : একদম ঠিক বলেছ।

লিটন : এই ধূর্ত নেতারা ছাত্রদের বিভ্রান্ত করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তাদের অস্ত্র, মাদক, কালো টাকা দিয়ে নেতারা তাদের নৈতিকভাবে অন্ধ করে দিচ্ছে।

পলাশ : কি বাজে অবস্থা!

লিটন : এর ফলে শিক্ষার্থীরা সন্ত্রাস, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

পলাশ : এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। তাই এই কলুষিত ছাত্র রাজনীতির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।

লিটন : ঠিক বলেছ। আমি মনে করি। ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।

পলাশ : আমারও তাই মনে হয়।

লিটন : ঠিক আছে বন্ধু। আজ আর নয়। আবার দেখা হবে।

পলাশ : আবার দেখা হবে।



যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

এগুলো দেখুন

composition flowers of bangladesh

Composition: Flowers of Bangladesh. (বাংলা অর্থসহ)

composition: flowers of bangladesh. (বাংলা অর্থসহ) Introduction: Flowers are the best gift of nature. It …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *