paragraph: Sound Pollution (বাংলা অর্থসহ)

paragraph: Sound Pollution (বাংলা অর্থসহ)

The process of being harmful of a useful thing can be called pollution. When sound reaches unbearable stage, it is called sound pollution. The normal bearing limit of sound is 45 decibles. So, if sound crosses this limit, sound becomes polluted.



Sound gets polluted due to various reasons. Excessive population, use of machines, the whistle of vehicles, indiscriminate use of microphones are main of tham. Sound pollution has many harmful sides. It harms our normal life seriously.

For the patients, it is very harmful. Student’s attention to studies is hampered severely. Sound pollution makes a man bad tempered. In some cases, it is so much serious that it makes a man bad.

Therefore, sound pollution should be defended. For this, the use of microphone has to be banned. Any kind of loud sound has to be banned. Above all, people have to be conscious and sincere. And the govt. has to come forward with proper steps.

paragraph: Sound Pollution (বাংলা অর্থসহ) / শব্দ দূষণ

একটি উপকারী জিনিসের ক্ষতিকারক হয়ে যাওয়ার প্রক্রিয়াকে দূষণ বলা যেতে পারে। যখন শব্দ পৌঁছে যায় অসহনীয় পর্যায় তখন একে বলা হয় শব্দ দূষণ। শব্দের স্বাভাবিক সহ্যসীমা ৪৫ ডেসিবলস। সুতরাং যদি শব্দ এই সীমা অতিক্রম করে, তখন শব্দ দূষিত হয়ে যায়।

শব্দ দূষিত হয় বিভিন্ন কারণে। অতিরিক্ত জনসংখ্যা, যন্ত্রের ক্রমবর্ধমান ব্যবহার, যানবাহনের হর্ন, মাইক্রোফোনের নির্বিচার ব্যবহার সেগুলোর মধ্যে প্রধান। শব্দ দূষণের আছে অনেক ক্ষতিকারক দিক। ইহা ক্ষতিগ্রস্ত করে আমাদের স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে।



রোগীদের জন্য ইহা ভীষণ ক্ষতিকারক। ছাত্রছাত্রীদের পড়ার মনোযোগ বিঘ্নিত হয় মারাত্মভাবে। শব্দ দূষণ একজন মানুষকে করে বদমেজাজি। কোনো কোনো ক্ষেত্রে, ইহা এতই মারাত্মক যে ইহা একজন মানুষকে পাগলে পরিণত করে।

কাজেই, শব্দ দূষণ প্রতিহত করা উচিত। এজন্য মাইক্রোফোনের ব্যবহার নিয়ন্ত্রিত করতে হবে। যেকোনো ধরনের উচ্চ শব্দ নিষিদ্ধ করতে হবে। সর্বোপরি, জনগণকে হতে হবে সচেতন ও আন্তরিক। আর সরকারকে এড়িয়ে আসতে হবে যথাযথ পদক্ষেপসহকারে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

এগুলো দেখুন

composition flowers of bangladesh

Composition: Flowers of Bangladesh. (বাংলা অর্থসহ)

composition: flowers of bangladesh. (বাংলা অর্থসহ) Introduction: Flowers are the best gift of nature. It …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *