Write A Dialogue Between The Librarian And You Regarding Borrowing A Book. (বাংলা অর্থসহ)

write a dialogue between the librarian and you regarding borrowing a book. (একটি বই ধার নেওয়ার বিষয়ে লাইব্রেরিয়ান এবং আপনার মধ্যে একটি সংলাপ লেখ।)

Hasan : Good afternoon, Sir.

Librarian : Good afternoon. Can I help you?

Hasan : I am Hasan, I am a student of this school of class VII. I want to borrow some books from the school library.

Librarian : Have you library card?

Hasan : Yes, I have.

Librarian : Please show me the card.

Hasan : Sure. Here is the card.

Librarian : You can take four books at a time. How many do you need?

Hasan : I need two books; “A Passage to the English Language” by SM Zakir Hossain and “Easy Capture” by AK Azad.

Librarian : Ok. Sign here and take the two books.

Hasan : Thank you so much.

Librarian : You are always welcome.



অনুবাদ:

write a dialogue between the librarian and you regarding borrowing a book. (একটি বই ধার নেওয়ার বিষয়ে লাইব্রেরিয়ান এবং আপনার মধ্যে একটি সংলাপ লেখ।)

হাসান : শুভ অপরাহ্ন, স্যার।

গ্রন্থাগারিক : শুভ অপরাহ্ন। আমি তোমাকে কি সাহায্য করতে পারি?

হাসান : আমি হাসান, আমি সপ্তম শ্রেণির এই বিদ্যালয়ের একজন ছাত্র। আমি বিদ্যালয়ের গ্রন্থগার থেকে কিছু বই ধার নিতে চাই।

গ্রন্থাগারিক : তোমার লাইব্রেরি কার্ড আছে?

হাসান : হ্যাঁ, আছে।

গ্রন্থাগারিক : দয়া করে আমাকে কার্ডটি দেখাও।

হাসান : অবশ্যই। এই যে দেখুন।

গ্রন্থাগারিক : তুমি একবারে চারটি বই নিতে পারবে। তোমার কতটি প্রয়োজন?

হাসান : আমার দুটি বই দরকার; এস এম জাকির হোসেনের “এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ” এবং এ কে আজাদের “ইজি ক্যাপচার”।

লাইব্রেরিয়ান : ঠিক আছে। এখানে দস্তখত কর এবং বই দুটি নিয়ে যাও।

হাসান : আপনাকে অনেক ধন্যবাদ।

গ্রন্থাগারিক : তোমাকে সর্বদা স্বাগত জানাই।



যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

এগুলো দেখুন

composition flowers of bangladesh

Composition: Flowers of Bangladesh. (বাংলা অর্থসহ)

composition: flowers of bangladesh. (বাংলা অর্থসহ) Introduction: Flowers are the best gift of nature. It …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *