Composition: Fruits Of Bangladesh. (বাংলা অর্থসহ)

composition fruits of bangladesh

composition: fruits of bangladesh. (বাংলা অর্থসহ)

Introduction: Bangladesh is a blessed child of nature. Nature has enriched Bangladesh with various gifts and assets. Fruit is one of those. Various kinds of tasty and useful fruits grow in this country. So, fruit is a part and parcel of our daily food list.

Kinds of Bangladeshi fruits: Bangladesh produces various kinds of fruits. These fruits are different in colors, sizes and tastes. Some are big and some are small; some are sweet and some are sour or bitter. Again some fruits grow in particular seasons, some grow in all seasons. Mango, jackfruit, banana, coconut, pine-apple etc. are the main fruits of Bangladesh.

Mango: Mango is a very tasty fruit. Mango is called the king of fruits. It is a summer fruit. There are various kinds of mangoes in our country. Mango is produced everywhere in the country. But Rajshahi and Chapai Nowabgonj are famous for mango.

Jackfruit: Jackfruit is a big sized fruit. It grows in almost every area of the country. It is very delicious and nutritious. It is the national fruit of Bangladesh.

Banana: Banana is small and tall sized. It is sweet, tasty and nutritious. It grows everywhere in Bangladesh and all the year round. Everybody likes to eat banana.

Coconut: Coconut is also a good fruit. It is of two kinds; green and ripe. Green coconut is called Dab. the water of Dab is very tasty and useful. Ripe coconut gives us both food and oil. It grows everywhere and all the year round. But it grows well in the coastal areas.

Pine-apple: It is a nice, middle-sized fruit. It is juicy and fleshy. It is a delicious and seasonal fruit. It grows well in Sylhet and Chittagong hill tracts.

Other fruits: There are many other famous fruits in Bangladesh. These are lichis, black-berry, lemon, wood-apple, guava etc. Melon, papaya, palm etc. are also remarkable fruits of our country.

Importance of fruits: Fruits are badly important for our lives. Almost every fruit is very nutritious. A great portion of our food comes from fruits. Various kinds of useful medicines are also made from fruits.

Conclusion: Fruit is a wonderful gift of Creator for us. Besides, the land of Bangladesh is very suitable for fruit cultivation. So, we should try to grow more and more fruits. Then we will be able to earn a lot of foreign exchange by exporting fruits.



অনুবাদ:

composition: fruits of bangladesh. (বাংলা অর্থসহ) / বাংলাদেশের ফল।

ভূমিকা: বাংলাদেশ প্রকৃতির আশীর্বাদপুষ্ট সন্তান। প্রকৃতি বাংলাদেশকে সমৃদ্ধ করেছে নানা উপহার ও সম্পদে। ফল তার মধ্যে একটি। এদেশে নানা ধরনের সুস্বাদু ও উপকারী ফল জন্মে। সুতরাং, ফল আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি অংশ।

বাংলাদেশী ফলের প্রকারভেদ: বাংলাদেশে বিভিন্ন ধরনের ফল উৎপন্ন হয়। এসব ফল রং, আকার ও স্বাদে ভিন্ন। কেউ বড় আবার কেউ ছোট; কিছু মিষ্টি এবং কিছু টক বা তেতো। আবার কিছু ফল বিশেষ ঋতুতে জন্মায়, কিছু সব ঋতুতে জন্মায়। আম, কাঁঠাল, কলা, নারিকেল, পাইন-আপেল ইত্যাদি বাংলাদেশের প্রধান ফল।

আম: আম খুবই সুস্বাদু একটি ফল। আমকে বলা হয় ফলের রাজা। এটি গ্রীষ্মকালীন ফল। আমাদের দেশে বিভিন্ন ধরনের আম রয়েছে। দেশের সর্বত্র আম উৎপাদিত হয়। তবে রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত।

কাঁঠাল: কাঁঠাল একটি বড় আকারের ফল। ইহা দেশের প্রায় প্রতিটি এলাকায় জন্মায়। ইহা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। ইহা বাংলাদেশের জাতীয় ফল।

কলা: কলা ছোট এবং লম্বা আকারের। ইহা মিষ্টি, সুস্বাদু এবং পুষ্টিকর। ইহা বাংলাদেশের সর্বত্র এবং সারা বছরই জন্মে। কলা খেতে সবাই পছন্দ করে।

নারিকেল: নারিকেলও একটি ভালো ফল। এটা দুই প্রকার; কাঁচা এবং পাকা। কাঁচা নারিকেলকে ডাব বলা হয়। ডাবের পানি খুবই সুস্বাদু এবং উপকারী। পাকা নারিকেল আমাদের খাদ্য ও তেল দুটোই দেয়।ইহা সর্বত্র এবং সারা বছর জন্মে। তবে উপকূলীয় এলাকায় ভালো জন্মে।

আনারস: ইহা একটি সুন্দর, মাঝারি আকারের ফল। ইহা রসালো এবং মাংসল। ইহা একটি সুস্বাদু ও মৌসুমি ফল। ইহা সিলেট ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ভালো জন্মে।

অন্যান্য ফল: বাংলাদেশে আরও অনেক বিখ্যাত ফল রয়েছে। এগুলো হলো লিচু, কালোজাম, লেবু, বেল, পেয়ারা ইত্যাদি। তরমুজ, পেঁপে, তাল ইত্যাদিও আমাদের দেশের উল্লেখযোগ্য ফল।

ফলের গুরুত্ব: ফল আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। প্রায় প্রতিটি ফলই অত্যন্ত পুষ্টিকর। আমাদের খাবারের একটা বড় অংশ আসে ফল থেকে। ফল থেকে বিভিন্ন ধরনের উপকারী ওষুধও তৈরি হয়।

উপসংহার: ফল আমাদের জন্য সৃষ্টিকর্তার এক অপূর্ব উপহার। এছাড়া বাংলাদেশের জমি ফল চাষের জন্য খুবই উপযোগী। তাই বেশি বেশি ফল ফলানোর চেষ্টা করতে হবে। তাহলে আমরা ফল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।



যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

Leave a Comment