composition: flowers of bangladesh. (বাংলা অর্থসহ)
Introduction: Flowers are the best gift of nature. It is a symbol of beauty. Bangladesh is the land of various types of fragrant flowers. Flowers are kept in flower-vases. They decorate our homes.
Some common flowers: Bangladesh is the land of scented flowers. The rose comes first in respect of beauty and fragrance. It is called the queen of flowers. The beli, the jui, the chameli, champa and the gandharaj have a sweet smell. The krishnachura, the kadam, the karabi, the palash etc. Are all scentless flowers. The jaba and the aparajita are of different varieties and colors. The gandharaj and the hasnahena give out a sweet smell at night. The hasnahena charms the whole atmosphere. It is said that even snakes are attracted by the heavy smell of hasnahena. Along with these country flowers, many English flowers also grow in Bangladesh. They are daffodils, primroses, zenia etc.
Use of flowers: Flowers are used in different functions as symbols of beauty. Bouquets of flowers are given to our beloved. We garland our national leaders and foreign visitors with bouquets of flowers. Bees collect honey from flowers. Rose-water and otto are made from the petals of roses.
Conclusion: Flowers create an atmosphere of beauty and fragrance. They are representatives of heavenly situations. Flowers make men poets. They give immense pleasure.
- আরো পড়ুন: paragraph: Global Warming (বাংলা অর্থসহ)
- আরো পড়ুন: Write A Dialogue About The Importance Of Physical Exercise. (বাংলা অর্থসহ)
- আরো পড়ুন: Write A Letter To Your Younger Brother Advising Him To Read Newspaper Regularly.
অনুবাদ:
composition: flowers of bangladesh. (বাংলা অর্থসহ) / বাংলাদেশের ফুল।
ভূমিকা: ফুল প্রকৃতির শ্রেষ্ঠ উপহার। এটি সৌন্দর্যের প্রতীক। বাংলাদেশ নানা ধরনের সুগন্ধি ফুলের দেশ। ফুল ফুলদানিতে রাখা হয়। তারা আমাদের ঘরের সৌন্দর্য আনে।
কিছু সাধারণ ফুল: বাংলাদেশ সুগন্ধি ফুলের দেশ। সৌন্দর্য ও সুগন্ধের ক্ষেত্রে গোলাপ সবার আগে আসে। একে ফুলের রানী বলা হয়। বেলি, জুঁই, চামেলী, চম্পা ও গন্ধরাজের মিষ্টি গন্ধ আছে। কৃষ্ণচূড়া, কদম, করবী, পলাশ ইত্যাদি সবই গন্ধহীন ফুল। জবা ও অপরাজিতা বিভিন্ন জাতের ও রঙের হয়ে থাকে। গন্ধরাজ ও হাসনাহেনা রাতে মিষ্টি গন্ধ বের করে। হাসনাহেনা মুগ্ধ করে পুরো পরিবেশ। কথিত আছে, হাসনাহেনার তীব্র গন্ধে সাপও আকৃষ্ট হয়। এসব দেশের ফুলের পাশাপাশি বাংলাদেশেও অনেক ইংরেজি ফুল জন্মে। তারা ড্যাফোডিল, প্রাইমরোজ, জেনিয়া ইত্যাদি।
ফুলের ব্যবহার: সৌন্দর্যের প্রতীক হিসেবে ফুল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আমাদের প্রিয়জনকে ফুলের তোড়া দেওয়া হয়। আমরা আমাদের জাতীয় নেতা এবং বিদেশী দর্শনার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ করি। মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে। গোলাপজল এবং অটো গোলাপের পাপড়ি থেকে তৈরি করা হয়।
উপসংহার: ফুল সৌন্দর্য ও সুগন্ধের পরিবেশ তৈরি করে। তারা স্বর্গীয় পরিস্থিতির প্রতিনিধি। ফুল মানুষকে কবি করে। তারা অপরিমেয় আনন্দ দেয়।
- আরো পড়ুন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – MCQ Questions
- আরো পড়ুন: আলহামদুলিল্লাহ কখন ও কেন বলবেন?
- আরো পড়ুন: অনলাইনে বই পড়ার ৫ টি অ্যাপস
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।
বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।