write a dialogue about the importance of physical exercise. (শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে একটি সংলাপ লেখ।)
Rifat : Hello Hasan, how are you?
Hasan : I am fine. What about you?
Rifat : I am fine too. But sometimes, I suffer from some physical problems.
Hasan : Do you take physical exercise regularly?
Rifat : No, I don’t. So what?
Hasan : Without taking physical exercise regularly, we can’t keep our body fit. It’s also necessary for mental health.
Rifat : How is it related to mental health?
Hasan : A sound body is the living place of a sound mind.
Rifat : You are right. So, every man should take physical exercise regularly. I must start from next morning.
Hasan : That will be very nice. Ok, see again.
Rifat : Thank you so much for your good suggestion.
- আরো পড়ুন: Write A Dialogue About Future Plan. (বাংলা অর্থসহ)
- আরো পড়ুন: Composition: Rivers Of Bangladesh (বাংলা অর্থসহ)
- আরো পড়ুন: paragraph: Technical Education (বাংলা অর্থসহ)
অনুবাদ:
write a dialogue about the importance of physical exercise. (শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে একটি সংলাপ লেখ।)
রিফাত : হ্যালো হাসান, কেমন আছো?
হাসান : ভালো আছি। তোমার খবর কি?
রিফাত : আমিও ভালো আছি। তবে মাঝে মাঝে কিছু শারীরিক সমস্যায় ভুগে থাকি।
হাসান : তুমি কি নিয়মিত শারীরিক ব্যায়াম কর?
রিফাত : না, করি না। তাতে কি?
হাসান : নিয়মিত শারীরিক ব্যায়াম না করলে আমরা আমাদের শরীরকে ফিট রাখতে পারি না। এটি মানসিক স্বাস্থ্যের জন্যও প্রয়োজনীয়।
রিফাত : এটা মানসিক স্বাস্থ্যের সাথে কিভাবে সম্পর্কিত?
হাসান : সুস্থ দেহ হল সুস্থ মনের বাসস্থান।
রিফাত : ঠিক বলেছ। তাই প্রত্যেক মানুষেরই নিয়মিত শারীরিক ব্যায়াম করা উচিত। আমি পরের দিন সকাল থেকে শুরু করব।
হাসান : খুব ভালো হবে। ঠিক আছে, আবার দেখা হবে।
রিফাত : সুন্দর পরামর্শের জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
- আরো পড়ুন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – MCQ Questions
- আরো পড়ুন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি
- আরো পড়ুন: ডায়েট করার নিয়ম
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।
বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।