রবীন্দ্রনাথ ঠাকুর – MCQ Questions
১. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি
ক. গীতাঞ্জলি
খ. বলাকা
গ. বনফুল ✔
ঘ. পূরবী
২. প্রশ্নঃ ‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর’- কোন কবিতার চরণ?
ক. হিং টিং ছট
খ. প্রিয়তমাষু
গ. নির্ঝরের স্বপ্নভঙ্গ ✔
ঘ. আজি সৃষ্টি সুখের উল্লাসে
৩. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘শেষের কবিতা’ হচ্ছে-
ক. একটি বিয়োগান্তক কবিতা
খ. একটি মিলাত্বক উপন্যাস
গ. একটি রোমান্টিক উপন্যাস ✔
ঘ. একটি রম্য রচনা
৪. প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. অগ্নিবীণা ✔
খ. সোনার তরী
গ. চিত্রা
ঘ. বলাকা
৫. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন-
ক. ১৯১৩
খ. ১৯১৫
গ. ১৯১৭
ঘ. ১৯১৯ ✔
৬. প্রশ্নঃ ‘পদাবলী’ লিখেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কায়কোবাদ
৭. প্রশ্নঃ কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. সোনার তরী
খ. রক্তকরবী
গ. রাজবন্দীর জবানবন্দী ✔
ঘ. চোখের বালি
৮. প্রশ্নঃ ‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস ✔
৯. প্রশ্নঃ কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
গ. অতুল প্রসাদ সেন
ঘ. জীবনানন্দ দাশ
১০. প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ?
ক. সাহিত্য
খ. সাহিত্যের স্বরূপ
গ. সাহিত্যের পথে
ঘ. তিনটিই ✔
১১. প্রশ্নঃ Which Bengali poet was awarded the title ‘Knight? /কোন বাঙালি কবি ‘নাইট’ উপাধি পেয়েছিলেন?
ক. Kazi Najrul Islam
খ. Shukumar Roy
গ. Robindronath Togore ✔
ঘ. Satyendranath Datta
১২. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক. মানসী
খ. চিত্রা ✔
গ. সোনারতরী
ঘ. বলাকা
১৩. প্রশ্নঃ ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত?
ক. ক্ষণিকা
খ. বলাকা ✔
গ. কণিকা
ঘ. বীথিকা
১৪. প্রশ্নঃ ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ -এটি রচনার প্রেক্ষাপট কি?
ক. কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা
খ. প্রথম বিশ্বযুদ্ধ
গ. অসহযোগ আন্দোলন
ঘ. বঙ্গবিভাগজনিত জাতীয় আন্দোলন ✔
১৫. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
ক. বাংলার প্রকৃতির কথা ✔
খ. বাংলার মানুষের কথা
গ. বাংলার ইতিহাসের কথা
ঘ. বাংলার সংস্কৃতির কথা
১৬. প্রশ্নঃ ‘ক্ষণিকা’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. প্রহসন
গ. কাব্য ✔
ঘ. নাটক
১৭. প্রশ্নঃ রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি?
ক. ডাকঘর
খ. অচলায়তন
গ. বাল্মীকি প্রতিভা ✔
ঘ. রাজা ও রাণী
১৮. প্রশ্নঃ ‘আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।’ -রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অপনোদন অর্থে
খ. পূজা অর্থে ✔
গ. বিলানো অর্থে
ঘ. উপহার অর্থে
১৯. প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে প্রধান দুটি চরিত্রের নাম-
ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ. মহেন্দ্র ও বিনোদিনী ✔
গ. সুরেশ ও অচলা
ঘ. মধুসূদন ও কুমুদিনী
২০. প্রশ্নঃ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. সোনার তরী
গ. কৃষ্ণকুমারী ✔
ঘ. বলাকা
- আরো পড়ুন: জীবনী: আইজাক নিউটন
- আরো পড়ুন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – MCQ Questions
- আরো পড়ুন: অনলাইনে বই পড়ার ৫ টি অ্যাপস
২১. প্রশ্নঃ ‘রক্তকরবী’ ও ‘রক্তাক্ত প্রান্তর’ লিখেছেন যথাক্রমে-
ক. মুনীর চৌধুরী ও জহির রায়হান
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী ✔
গ. জহির রায়হান ও শহীদুল্লাহ
ঘ. মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ
২২. প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ?
ক. হৈমন্তী
খ. ল্যাবরেটরী
গ. ক্ষুধিত পাষাণ
ঘ. সভ্যতার সংকট ✔
২৩. প্রশ্নঃ নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. সোনারতরী
খ. সেঁজুতি
গ. ক্ষণিকা
ঘ. ফাল্গুনী ✔
২৪. প্রশ্নঃ ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. বুদ্ধদেব বসু
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. রজনীকান্ত সেন
২৫. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি?
ক. চিত্রাঙ্গদা
খ. মালিনী
গ. চিরকুমার সভা
ঘ. বিসর্জন ✔
২৬. প্রশ্নঃ ‘শেষের কবিতা’ উপন্যাসের চরিত্র হচ্ছে-
ক. অমিত, লাবণ্য ✔
খ. মহেন্দ্র, বিনোদিনী
গ. মধূসুদন, কুমুদিনী
ঘ. শচীশ, দামিনী
২৭. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ
ক. য়ুরোপ প্রবাসী পত্র ✔
খ. য়ুরোপ যাত্রীর ডায়রী
গ. জাপানযাত্রীর পত্র
ঘ. জাভাযাত্রীর পত্র
২৮. প্রশ্নঃ ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে?
ক. ভানু বন্দ্যোপাধ্যায়
খ. চণ্ডীদাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
ঘ. ভারতচন্দ্র
২৯. প্রশ্নঃ রবীন্দ্রনাথের নাটক নয় কোনটি?
ক. বিসর্জন
খ. রক্তকরবী
গ. মালিনী
ঘ. পুতুলের বিয়ে ✔
৩০. প্রশ্নঃ কোনটি রবী ঠাকুরের লেখা প্রহসন নয়?
ক. বৈকুন্ঠের খাতা
খ. চিরকুমার সভা
গ. শেষ রক্ষা
ঘ. এর উপায় কি ✔
৩১. প্রশ্নঃ ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. বুদ্ধদেব বসু
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. রজনীকান্ত সেন
৩২. প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?
ক. মানসী
খ. রাজা
গ. সঞ্চিতা ✔
ঘ. সভ্যতার সংকট
৩৩. প্রশ্নঃ রবীন্দ্রনাতের সাংকেতিক নাটক হল-
ক. রাজা ও রানী
খ. ডাকঘর ✔
গ. তাসের ঘর
ঘ. প্রায়শ্চিত্ত
৩৪. প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজীব্য হল সামাজিক নিয়মনীতির দ্বন্দ্ব?
ক. নৌকাডুবি
খ. যোগাযোগ ✔
গ. দুইবোন
ঘ. নৈবেদ্য
৩৫. প্রশ্নঃ ‘চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. মীর মশাররফ হোসেন
গ. মুনীর চৌধুরী
ঘ. নুরুল মোমেন
৩৬. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন-
ক. আগস্ট, ১৯১৩ খ্রিস্টাব্দে
খ. সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
গ. অক্টোবর, ১৯১৩ খ্রিস্টাব্দে
ঘ. নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে ✔
৩৭. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ বৈশাখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল?
ক. ৬
খ. ৭ ✔
গ. ৮
ঘ. ৯
৩৮. প্রশ্নঃ বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা “১৪০০ সাল’ এর রচয়িতা কে?
ক. নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
গ. জীবনানন্দ দাশ
ঘ. গোলাম মোস্তফা
৩৯. প্রশ্নঃ ‘ঠাকুর’ পরিবারের আসল পদবী ছিল?
ক. কুশারী ✔
খ. মুখোপাধ্যায়
গ. শাস্ত্রী
ঘ. ঘোষ
৪০. প্রশ্নঃ ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন?
ক. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. রথীন্দ্রনাথ ঠাকুর
৪১. প্রশ্নঃ ‘ছিন্নপত্র’ এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
ক. ইন্দিরা দেবী ✔
খ. কাদম্বরী দেবী
গ. মৃণালিনী দেবী
ঘ. মৈত্রয়ী দেবী
৪১. প্রশ্নঃ রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক. সভ্যতার সংকট
খ. কঙ্কাল
গ. ল্যাবরেটরী
ঘ. বিশ্বপরিচয় ✔
৪২. প্রশ্নঃ Robindranath Tagore was born on/রবীন্দ্রনাথ ঠাকুরের -জন্ম
ক. 1st Baishakh
খ. 25th Baishakh ✔
গ. 23th Sraban
ঘ. 11th Jaistha
৪৩. প্রশ্নঃ ‘বিসর্জন’ কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. সেলিম আল দীন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. গিরিশ চন্দ্র ঘোষ
৪৪. প্রশ্নঃ ‘নন্দিনী, কিশোর’ রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র?
ক. মুক্তধারা
খ. রক্তকরবী ✔
গ. অচলায়তন
ঘ. বিসর্জন
৪৫. প্রশ্নঃ “জীবনস্মৃতি” কার রচনা?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
৪৬. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক. একরাত্রি
খ. নষ্টনীড়
গ. ক্ষুধিত পাষাণ ✔
ঘ. মধ্যবর্তিনী
৪৭. প্রশ্নঃ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
ক. বিষবৃক্ষ
খ. গণদেবতা
গ. আরণ্যক
ঘ. ঘরে-বাইরে ✔
৪৮. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর মানবজীবনের সাথে কোনটির তুলনা করেছেন?
ক. নদী ✔
খ. বৃক্ষ
গ. পথ
ঘ. পাহাড়
৪৯. প্রশ্নঃ কোনটি কাব্য গ্রন্থ?
ক. শেষ প্রশ্ন
খ. শেষ লেখা ✔
গ. শেষের কবিতা
ঘ. নবযুগ
- আরো পড়ুন: মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম (দাম সহ)
- আরো পড়ুন: স্তন ক্যান্সারের কারণ ও প্রতিকার
- আরো পড়ুন: ছেলেদের চুল ভালো রাখার উপায়
৫০. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-
ক. চতুর্দশী
খ. চুতষ্পাঠী
গ. চতুর্দশপদী
ঘ. চার অধ্যায় ✔
৫১. প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. সোনার তরী
খ. সেঁজুতি
গ. ক্ষণিকা
ঘ. ফাল্গুনী ✔
৫২. প্রশ্নঃ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন?
ক. এজরা পাউন্ড
খ. টি এস ইলিয়ট
গ. ডবলিউ. বি. ইয়েটস ✔
ঘ. কীটস
৫৩. প্রশ্নঃ ২৫শে বৈশাখ কার জন্ম দিন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রহমান
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
৫৪. প্রশ্নঃ “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” কে লিখেছেন–
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. শেখ হাসিনা
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
৫৫. প্রশ্নঃ ‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-
ক. উপন্যাস ✔
খ. কাব্যগ্রন্থ
গ. গল্পগ্রন্থ
ঘ. ভ্রমণকাহিনী
৫৬. প্রশ্নঃ কোনটি সঠিক?
ক. গোরা (গল্পগ্রন্থ)
খ. শেষের কবিতা (নাটক)
গ. শেষ প্রশ্ন (নাটক)
ঘ. জল পড়ে পাতা নড়ে (উপন্যাস) ✔
৫৭. প্রশ্নঃ ‘চোখের বালি’ উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
ক. ইতিহাস আশ্রয়ী
খ. দ্বন্দ্বমূলক ✔
গ. রাজনৈতিক
ঘ. সমস্যামূলক
৫৮. প্রশ্নঃ গল্পগুচ্ছের লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ✔
খ. বীরবল
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. সৈয়দ মুজতবা আলী
৫৯. প্রশ্নঃ ‘শেষের কবিতা’ পূস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
ক. কাব্যগ্রন্থ
খ. গীতিকাব্য
গ. কাব্যনাট্য
ঘ. উপন্যাস ✔
৬০. প্রশ্নঃ নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিন ঠাঁই আর নাহিরে’।
ক. কায়কোবাদ
খ. ফররুখ আহমদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
৬১. প্রশ্নঃ বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. বিষ্ণু দে
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধদেব বসু
৬২. প্রশ্নঃ খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য ✔
খ. ছোটগল্প
গ. প্রহসন
ঘ. নাটক
৬৩. প্রশ্নঃ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
ক. ১৯৫১
খ. ১৯৬১ ✔
গ. ১৯৭১
ঘ. ১৯৮১
৬৪. প্রশ্নঃ ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. কবিতার নাম
খ. গল্প সংকলনের নাম
গ. উপন্যাসের নাম ✔
ঘ. কাব্য সংকলনের নাম
৬৫. প্রশ্নঃ বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার জাতীয় সংগীত হিসাবে নির্বাচন করেছে?
ক. নেপাল
খ. ভারত ✔
গ. ভুটান
ঘ. শ্রীলংকা
৬৬. প্রশ্নঃ রবীন্দ্রনাথ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন?
ক. ১৯০০ সালে
খ. ১৯০১ সালে ✔
গ. ১৯০২ সালে
ঘ. ১৯০৩ সালে
৬৭. প্রশ্নঃ কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
ক. ৭ জুন, ১৯৪১
খ. ৭ জুলাই, ১৯৪১
গ. ৭ আগস্ট, ১৯৪১ ✔
ঘ. ৭ সেপ্টেম্বর, ১৯৪১
৬৮. প্রশ্নঃ কোন গ্রন্থটি উপন্যাস?
ক. পদ্মাবতী
খ. মহাশ্মশান
গ. শেষের কবিতা ✔
ঘ. রক্তাক্ত প্রান্তর
৬৯. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়?
ক. ১০ বছর বয়সে
খ. ১২ বছর বয়সে
গ. ১৫ বছর বয়সে
ঘ. ১৭ বছর বয়সে ✔
৭০. প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস কোনটি?
ক. বউঠাকুরানীর হাট ✔
খ. নৌকাডুবি
গ. করুণা
ঘ. রাজর্ষি
৭১. প্রশ্নঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন-
ক. নিউটন
খ. আইনস্টাইন ✔
গ. শ্রডিঞ্জার
ঘ. ম্যাক্স প্লাংক
৭২. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায়কবির উপলব্ধি হচ্ছে-
ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় ✔
খ. বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্টকরে
গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ঘ. ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়
৭৩. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়-
ক. কড়ি ও কোমল
খ. রক্তকরবী ✔
গ. মানসী
ঘ. পুনশ্চ
৭৪. প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কোনটি?
ক. কাবুলিওয়ালা
খ. পোস্টমাস্টার
গ. হৈমন্তী
ঘ. ভিখারিনী ✔
৭৫. প্রশ্নঃ ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি-
ক. নাটক
খ. কাব্যগ্রন্থ ✔
গ. গল্পগ্রন্থ
ঘ. প্রবন্ধ
৭৬. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?
ক. চৌদ্দ বছর
খ. পনের বছর ✔
গ. ষোল বছর
ঘ. সতের বছর
৭৭. প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
ক. শেষপ্রশ্ন
খ. শেষকথা
গ. শেষদিন
ঘ. শেষলেখা ✔
৭৮. প্রশ্নঃ ‘ডাকঘর’ নাটকটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মমতাজ উদ্দিন আহমদ
গ. ওবায়েদ উল হক
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
৭৯. প্রশ্নঃ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. দোলনচাঁপা ✔
গ. সোনারতরী
ঘ. মানসী
৮০. প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য?
ক. চিত্রাঙ্গদা ✔
খ. বিসর্জন
গ. চতুরঙ্গ
ঘ. রক্তকবরী
- আরো পড়ুন: দাদ দূর করার উপায়
- আরো পড়ুন: খুশকি দূর করার উপায়
- আরো পড়ুন: কানে যন্ত্রণা দূর করার উপায়
৮১. প্রশ্নঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন
ক. ১৯৩৮ সালে
খ. ১৯৪১ সালে ✔
গ. ১৯৪২ সালে
ঘ. ১৯৪০ সালে
৮২. প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম কাব্য কোনটি?
ক. সোনার তরী
খ. মানসী
গ. বনফুল ✔
ঘ. পরপুট
৮৩. প্রশ্নঃ রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?
ক. W. B Yeats
খ. T. S. Eliot
গ. রবীন্দ্রনাথ ও W. B Yeats ✔
ঘ. রবীন্দ্রনাথ
৮৪. প্রশ্নঃ সাহিত্যে নোবেল পুরষ্কার পান প্রথম ভারতীয়
ক. স্যার ইকবাল
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
গ. কৃষন চন্দর
ঘ. নীরোদ চৌধুরী
৮৫. প্রশ্নঃ নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. গোরা
খ. শেষের কবিতা
গ. কৃষ্ণকান্তের উইল ✔
ঘ. নৌকাডুবি
৮৬. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন-
ক. ১৯০৫ সালে
খ. ১৯১৩ সালে ✔
গ. ১৯২৩ সালে
ঘ. ১৯২৫ সালে
৮৭. প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম কাব্য-
ক. জন্মদিন
খ. সন্ধ্যা সঙ্গীত ✔
গ. প্রভাত সঙ্গীত
ঘ. আকাশ প্রদীপ
৮৮. প্রশ্নঃ মৃত্যুর পরে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কোনটি?
ক. জন্মদিনে
খ. শেষ লেখা ✔
গ. পুনশ্চ
ঘ. বিসর্জন
৮৯. প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?
ক. শেষের কবিতা ✔
খ. বলাকা
গ. ডাকঘর
ঘ. কালান্তর
৯০. প্রশ্নঃ কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
ক. “কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও”?
খ. “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান”। ✔
গ. “প্রানের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে”?
ঘ. ” কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে”।
৯১. প্রশ্নঃ Rabindranath Tagore got Noble Prize for this: অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক. Gitanjali ✔
খ. Sonar Tari
গ. Shesher Kabita
ঘ. Chitrangada
৯২. প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন নাটকটি সাঙ্কেতিক নাটক নয়?
ক. রাজা
খ. রক্তকরবী
গ. ডাকঘর
ঘ. বৈকুণ্ঠের খাতা ✔
৯৩. প্রশ্নঃ ‘পদাবলী’ লিখেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কায়কোবাদ
৯৪. প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথের রচনা?
ক. চতুরঙ্গ ✔
খ. চতুষ্কোণ
গ. চতুদর্শী
ঘ. চতুষ্পাঠী
৯৫. প্রশ্নঃ উপন্যাস রচনার প্রথমদিকে রবীন্দ্রনাথ কার উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
ক. মীর মশাররফ হোসেন
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✔
ঘ. মধুসূদন দত্ত
৯৬. প্রশ্নঃ ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা
ক. অতুলপ্রসাদ সেন
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
ঘ. কাজী নজরুল ইসলাম
৯৭. প্রশ্নঃ ‘মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি’ -কোন গল্পের উদ্ধৃতি?
ক. পোস্ট মাস্টার
খ. শাস্তি
গ. ছুটি ✔
ঘ. একরাত্রি
৯৮. প্রশ্নঃ কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. সোনার তরী
গ. বীরাঙ্গনা ✔
ঘ. বলাকা
৯৯. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ প্রকাশিত হয় কত সনে?
ক. ১৯১০ ✔
খ. ১৯১১
গ. ১৯১২
ঘ. ১৯১৩
১০০. প্রশ্নঃ ‘মহেন্দ্র’ ও ‘বিনোদিনী’ নিচের কোন উপন্যাসের চরিত্র?
ক. মৃণালিণী
খ. চোখের বালি ✔
গ. পল্লীসমাজ
ঘ. মানসী
১০১. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
ক. বিসর্জন
খ. ডাকঘর
গ. বসন্ত ✔
ঘ. অচলায়তন
১০২. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
ক. খুলনা দক্ষিণ ডিহি
খ. যশোরের কেশবপুর
গ. ছোটনাগপুর মালভূমি
ঘ. কুষ্টিয়ার শিলাইদহ
ঙ. খুলনার পিঠাভোগ গ্রাম ✔
১০৩. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-
ক. ১৮৬১ খ্রিস্টাব্দে ৭ মে ✔
খ. ১৮৫১ খ্রিস্টাব্দে ৭ জুন
গ. ১৮৩৮ খ্রিস্টাব্দে ৫ মে
ঘ. ১৮৪১ খ্রিস্টাব্দে ৭ জুন
১০৪. প্রশ্নঃ Rabindranath Tagore got Noble Prize for this: অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক. Gitanjali ✔
খ. Sonar Tari
গ. Shesher Kabita
ঘ. Chitrangada
১০৫. প্রশ্নঃ ‘রক্তকরবী’ কি?
ক. রবীন্দ্রনাথের নাটক ✔
খ. তারা শংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস
গ. বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ
ঘ. সৈয়দ শামসুল হকের নাটক
১০৬. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
ক. রক্তকরবী ✔
খ. রানা প্রতাপসিংহ
গ. নবযৌবন
ঘ. বসন্ত কুমারী
১০৭. প্রশ্নঃ ‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
ঘ. জহির রায়হান
১০৮. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কোনটি?
ক. সাহিত্যের পথে
খ. কালান্তর
গ. সাহিত্য
ঘ. তিনটিই ✔
১০৯. প্রশ্নঃ ‘অমল’ চরিত্রটি কোন নাটকের?
ক. ডাকঘর ✔
খ. বিসর্জন
গ. রক্তকরবী
ঘ. অচলায়তন
১১০. প্রশ্নঃ কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান?
ক. মীর মশাররফ হোসেন
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
১১১. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ কি?
ক. একটি কবিতা
খ. নাটক ✔
গ. উপন্যাস
ঘ. ছোটগল্প
১১২. প্রশ্নঃ যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে
ক. হৈমন্তী ✔
খ. বিলাসী
গ. কোরবানী
ঘ. মহেশ
১১৩. প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
ক. চোখের বালি
খ. বলাকা
গ. ঘরে বাইরে
ঘ. রক্তকরবী ✔
১১৪. প্রশ্নঃ নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম?
ক. কবি
খ. ছবি ✔
গ. জীবনের জলছবি
ঘ. কাঠ কয়লার ছবি
১১৫. প্রশ্নঃ রবীন্দ্রনাথ নিচের কোন দেশে ভ্রমণ করে প্রবন্ধ লিখেন?
ক. সুইজারল্যান্ড
খ. তুরস্ক
গ. জাপান ✔
ঘ. জার্মানি
১১৬. প্রশ্নঃ ‘কালান্তর’ শীর্ষক প্রবন্ধের রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
গ. প্রমথ চৌধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
১১৭. প্রশ্নঃ ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. অমৃতলাল বসু
গ. নবীনচন্দ্র সেন
ঘ. মনোমোহন বসু
১১৮. প্রশ্নঃ ‘কালান্তর’ রবীন্দ্রনাথের কোন জাতীয় গ্রন্থ?
ক. ছোটগল্প
খ. প্রবন্ধ ✔
গ. উপন্যাস
ঘ. কাব্য
১১৯. প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত রঙ্গনাট্য?
ক. রাজা ও রাণী
খ. চিরকুমার সভা ✔
গ. বিয়ে পাগলা বুড়ো
ঘ. রামগরুড়ের ছানা
১২০. প্রশ্নঃ ‘পঞ্চভূত’ কার লেখা-
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
গ. হুমায়ন আহম্মেদ
ঘ. কাজী নজরুল ইসলাম
ঙ. কোনটিই নয়
- আরো পড়ুন: ইউটিউবে কপিরাইট স্ট্রাইক দূর করার কৌশল
- আরো পড়ুন: কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় ও খাবার
- আরো পড়ুন: সবচেয়ে জনপ্রিয় ১০ টি ভিডিও এডিটিং সফটওয়্যার (free download)
১২১. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস কোনটি?
ক. ঘরে বাইরে
খ. নৌকাডুবি
গ. করুণা ✔
ঘ. গোরা
১২২. প্রশ্নঃ রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি?
ক. বাংলাদেশের জাতীয় সংগীত
খ. গল্পগুচ্ছ
গ. সঞ্চয়িতা
ঘ. গীতাঞ্জলি ✔
১২৩. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না?
ক. শাহজাদপুর
খ. শিলাইদহ
গ. মনপুরা ✔
ঘ. পতিশ্বর
১২৪. প্রশ্নঃ রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যেকোনটি কাব্যগ্রন্থ নয়?
ক শেষ সপ্তক
খ. শ্যামলী
গ. শেষ লেখা
ঘ. শেষের কবিতা ✔
১২৫. প্রশ্নঃ নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?
ক. ক্ষুধিত পাষাণ ✔
খ. পদ্মগোখরা
গ. মাস্টার মশায়
ঘ. একটি তুলসী গাছের কাহিনী
১২৬. প্রশ্নঃ কোনটি নাটক?
ক. ডাকঘর ✔
খ. রজনী
গ. গৃহদাহ
ঘ. তিথিডোর
১২৭. প্রশ্নঃ ‘রাশিয়ার চিঠি’ রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা?
ক. পত্র
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. ভ্রমণকাহিনী ✔
১২৮. প্রশ্নঃ রবীন্দ্রনাথের বিখ্যাত ‘সাজাহান’ কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে?
ক. ক্ষণিকা
খ. বলাকা ✔
গ. চিত্রা
ঘ. পূরবী
১২৯. প্রশ্নঃ ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি-
ক. নাটক
খ. উপন্যাস ✔
গ. ভ্রমণকাহিনী
ঘ. কাব্য
১৩০. প্রশ্নঃ ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল – ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?
ক. প্রমথ চৌধুরী
খ. প্রমথনাথ বিশি
গ. প্রেমেন্দ্র মিত্র
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
১৩১. প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম কাব্য-
ক. জন্মদিন
খ. সন্ধ্যা সঙ্গীত ✔
গ. প্রভাত সঙ্গীত
ঘ. আকাশ প্রদীপ
১৩২. প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. প্রমথ চৌধুরী
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
১৩৩. প্রশ্নঃ ‘যে আছে অপেক্ষা করে, তার পরণে ঢাকাই শাড়ী, কপালে সিদুঁর-কার লেখা?
ক. শামসুর রহমান
খ. আহসান হাবীব
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
ঘ. শক্তি চট্টোপাধ্যায়
১৩৪. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
ক. ২২ শে শ্রাবণ ✔
খ. ২৩ শে শ্রাবণ
গ. ২৪ শে শ্রাবণ
ঘ. ২৫ শে শ্রাবণ
১৩৫. প্রশ্নঃ ‘সেজুঁতি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
গ. শামসুর রাহমান
ঘ. অক্ষয়কুমার বড়াল
১৩৬. প্রশ্নঃ শেষের কবিতা কি? কে লেখেন? ‘শেষের কবিতা’ একটি-, ‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
গ. গল্প, কায়কোবাদ
ঘ. প্রবন্ধ, নজরুল ইসলাম
১৩৭. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটি নাটক নয়?
ক. বিসর্জন
খ. মুকুট
গ. মালিনী
ঘ. যোগাযোগ ✔
১৩৮. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন?
ক. ডাকঘর
খ. নন্দিনী
গ. তীর্থযাত্রা
ঘ. কালের যাত্রা ✔
১৩৯. প্রশ্নঃ রবীন্দ্রনাথের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিপ্রসূত উপন্যাস কোনটি?
ক. গোরা/চার অধ্যায় ✔
খ. যোগাযোগ
গ. চোখের বালি
ঘ. নৌকাডুবি
১৪০. প্রশ্নঃ ‘ঘরে-বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো-
ক. ব্রিটিশ ভারতে রাজনীতি ✔
খ. ইতিহাস
গ. প্রেম-ভালবাসা
ঘ. জমিদার-প্রজারকাহিনী
১৪১. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় ✔
খ. বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষট করে
গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ঘ. ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়
১৪২. প্রশ্নঃ বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে-
ক. সত্যেন্দ্রনাথের হাতে
খ. কাজী নজরুল ইসলামের হাতে
গ. রবীন্দ্রনাথের হাতে ✔
ঘ. রজনীকান্ত সেনের হাতে
১৪৩. প্রশ্নঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন?
ক. সুভাষ চন্দ্র বসু
খ. লোকেন্দ্রনাথ পালিত
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ✔
ঘ. কাজী নজরুল ইসলাম
১৪৪. প্রশ্নঃ ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। পংক্তিটিকোন কবির রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. সুফিয়া কামাল
১৪৫. প্রশ্নঃ ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. সত্যন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জসীম উদ্দীন
১৪৬. প্রশ্নঃ পারিবারিকভাবে ঐতিহ্যসূত্রে রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. হিন্দু ধর্ম
খ. ব্রাহ্ম ধর্ম ✔
গ. সনাতন ধর্ম
ঘ. বৈষ্ণব ধর্ম
১৪৭. প্রশ্নঃ ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
ক. নাটকের নাম ✔
খ. গল্পের নাম
গ. উপন্যাসের নাম
ঘ. গীতিনাট্যের নাম
১৪৮. প্রশ্নঃ ‘মৃণালিনী’ কার রচনা?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
ঘ. বিমল মিত্র
১৪৯. প্রশ্নঃ ‘দেনাপাওনা’ উন্যাস ও ‘দেনাপাওনা’ ছোটগল্পের লেখক যথাক্রমে-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধায়
খ. অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শরৎ চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর ✔
১৫০. প্রশ্নঃ ‘গীতাঞ্জলি’ কাব্যের ভূমিকা ইংরেজিতে লিখেন কোন কবি?
ক. ডব্লিও বি ইয়েটস্ ✔
খ. টি এস ইলিয়ট
গ. মিল্টন
ঘ. শেলী/কীটস
১৫১. প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম?
ক. যৌবনে দাও রাজঢীকা
খ. বই পড়া
গ. বাজে কথা ✔
ঘ. সাহিত্যে খেলা
১৫২. প্রশ্নঃ রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্য কোনটি নাটক নয়?
ক. ডাকঘর
খ. নলিনী
গ. মুক্তধারা
ঘ. নৌকাডুবি ✔
১৫৩. প্রশ্নঃ ‘দেনা-পাওনা’ গল্পটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৫৪. প্রশ্নঃ রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ ছোটগল্প কোনটি?
ক. কঙ্কাল
খ. ল্যাবরেটরী ✔
গ. নষ্টনীড়
ঘ. স্ত্রীর পত্র
১৫৫. প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘সোনারতরী’ কবিতা কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মন্দাক্রান্তা
ঘ. মাত্রাবৃত্ত ✔
১৫৬. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
ক. চোখের বালি
খ. বৌঠাকুরানীর হাট ✔
গ. শেষের কবিতা
ঘ. গোরা
১৫৭. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কি?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✔
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রহমান
ঘ. আল মাহমুদ
১৫৮. প্রশ্নঃ ‘জীবিত ও মৃত’ রবীন্দ্রনাথের কোন জাতীয় ছোটগল্প?
ক. প্রেমের
খ. সামাজিক
গ. অতিপ্রাকৃত ✔
ঘ. প্রাকৃত
১৫৯. প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্যগ্রন্থ ✔
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রহসন
১৬০. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?
ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. সুকুমার সেন
গ. হরপ্রসাদ শাস্ত্রী ✔
ঘ. পবিত্র সরকার
১৬১. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য কোনটি?
ক. নটীর পূজা
খ. চিত্রাঙ্গদা
গ. শ্যামা
ঘ. সবগুলো ✔
১৬২. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন
ক. মৈত্রেয়ী দেবী
খ. হেমন্তবালা দেবী
গ. ভিক্টোরিয়া ওকামপো ✔
ঘ. কাদম্বরী দেবী
১৬৩. প্রশ্নঃ ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত —-
ক. কবিতার নাম
খ. গল্প সংকলনের নাম
গ. উপন্যাসের নাম ✔
ঘ. কাব্য সংকলনের নাম
১৬৪. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি লাভ করেন কত সালে?
ক. ১৯১৩ সালে
খ. ১৯১৫ সালে
গ. ১৯১৭ সালে
ঘ. ১৯১৮ সালে ✔
১৬৫. প্রশ্নঃ কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. গীতাঞ্জলি
খ. সোনার তরী
গ. দোলনচাঁপা ✔
ঘ. মানসী
১৬৬. প্রশ্নঃ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘নাইট’ উপাধি বর্জন করেন?
ক. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ✔
খ. বঙ্গভঙ্গের প্রতিবাদে
গ. ইংরেজদের অত্যাচারের প্রতিবাদে
ঘ. নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।
বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।