জীবনানন্দ দাশ – MCQ Questions

জীবনানন্দ দাশ – MCQ Questions

জীবনানন্দ দাশ – MCQ Questions

১. প্রশ্নঃ ‘রূপসী বাংলা’ গ্রন্থটি কে রচনা করেন?

ক. জীবনানন্দ দাশ ✔
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. এয়াকুব আলী চৌধুরী
ঘ. কাজী নজরুল ইসলাম

২. প্রশ্নঃ তিরিশ দশকের সবচেয়ে ‘তথাকথিত’ কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়?

ক. জীবনানন্দ দাশ ✔
খ. বিষ্ণু দে
গ. বুদ্ধদেব বসু
ঘ. অমিয় চক্রবর্তী

৩. প্রশ্নঃ ‘পাখীর নীড়ের মত চোখ’ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?

ক. বিষ্ণু দে
খ. অমিয় চক্রবর্তী
গ. সুধীন দত্ত
ঘ. জীবনানন্দ দাশ ✔

৪. প্রশ্নঃ জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?

ক. বরিশাল জেলা ✔
খ. ফরিদপর জেলা
গ. ঢাকা জেলা
ঘ. রাজশাহী জেলা

৫. প্রশ্নঃ কার কবিতাকে ‘চিত্ররূপময়’ বলা হয়েছে?

ক. জীবনানন্দ দাশ ✔
খ. বুদ্ধদেব বসু
গ. প্রেমেন্দ্র মিত্র
ঘ. বিষ্ণু দে

৬. প্রশ্নঃ জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কিসের পরিচায়ক?

ক. স্বদেশ প্রীতি ও নিসর্গময়তা ✔
খ. জীবনবোধ ও সজীবতা
গ. অপরাজেয় যৌবনের উদ্দমতা
ঘ. সংস্কৃতি ও ঐতিহ্য চেতনা

৭. প্রশ্নঃ কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?

ক. বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি ✔
খ. বনলতা সেন ও উত্তর ফাল্গুনী
গ. ঝরা পালক ও রাখালী
ঘ. ছাড়পত্র ও বনলতা সেন

৮. প্রশ্নঃ তিনের দশকের সবচেয়ে ‘তথাকথিত’ কোন পগণবিচ্ছিন্ন কবি এখন বেশি জনপ্রিয়?

ক. বুদ্ধদেব বসু
খ. জীবনানন্দ দাশ ✔
গ. বিষ্ণু দে
ঘ. সুকান্ত ভট্টাচার্য

৯. প্রশ্নঃ ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা?

ক. আল মাহমুদ
খ. রফিক আজাদ
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. জীবনানন্দ দাশ ✔

১০. প্রশ্নঃ নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়?

ক. দিবারাত্রির কাব্য
খ. কবিতার কথা ✔
গ. পথের পাঁচালী
ঘ. হাসুলি বাঁকের উপকথা

১১. প্রশ্নঃ ‘আবার আসিব ফিরে এই ধানসিড়িটির তীরে এই বাংলায়’- এই লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যায়-

ক. কাজী নজরুল ইসলাম
খ. প্রেমেন্দ্র মিত্র
গ. বুদ্ধদেব বসু
ঘ. জীবনানন্দ দাশ ✔

১২. প্রশ্নঃ ‘কবিতার কথা’ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে?

ক. রাজশেখর বসু
খ. বুদ্ধদেব বসু
গ. অমিয় চক্রবর্তী
ঘ. জীবনানন্দ দাশ ✔

১৩. প্রশ্নঃ ‘সাতটি তারার তিমির’ কাব্যটি কার লেখা?

ক. জীবনানন্দ দাশ ✔
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বিষ্ণু দে

১৪. প্রশ্নঃ জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?

ক. ধূসর পাণ্ডলিপি
খ. ঝরা পালক ✔
গ. রূপসী বাংলা
ঘ. সাতটি তারার তিমির

১৫. প্রশ্নঃ কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?

ক. ধূসর পাণ্ডুলিপি
খ. ঝরা পালক
গ. মহা পৃথিবী
ঘ. বেলা শেষের গান ✔



১৬. প্রশ্নঃ বাংলা সাহিত্যের কোন কবি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় প্রাণ হারান?

ক. বুদ্ধদেব বসু
খ. জীবনানন্দ দাশ ✔
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. অমিয় চক্রবর্তী

১৭. প্রশ্নঃ কোনটি জীবনান্দ দাশের কাব্যগ্রন্থ নয়?

ক. রূপসী বাংলা
খ. বনলতা সেন
গ. সাতটি তারার তিমির
ঘ. সোনালী কাবিন ✔

১৮. প্রশ্নঃ ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে’- কার লেখা?

ক. শামসুর রহমান
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. সমর সেন
ঘ. জীবনানন্দ দাশ ✔

১৯. প্রশ্নঃ জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-

ক. ধূসর পাণ্ডুলিপি ✔
খ. নাম রেখেছি কোমল গান্ধার
গ. একক সন্ধ্যায় বসন্ত
ঘ. অন্ধকারে একা

২০. প্রশ্নঃ Who is the poet of ‘Ruposhi Bangla’ Poem?

ক. Shamsur Rahman
খ. Jibanananda Das ✔
গ. Kazi Najrul Islam
ঘ. Jashim Uddin

২১. প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা সংক্রান্ত প্রথম পত্রিকা কোনটি?

ক. কবিতা ✔
খ. দর্পণ
গ. প্রগতি
ঘ. শিখা

২২. প্রশ্নঃ কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশী গবেষক গবেষণা করেন তাঁর নাম-

ক. আলবার্ট হেনরিখ
খ. ইউলিয়াম রাদিচি
গ. ক্লিনটন বি সীলি ✔
ঘ. টেড হিউস

২৩. প্রশ্নঃ বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ খ্রিস্টাব্দে এডগার পো রচিত ‘টু হেলেন’ কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন?

ক. জন্মই আমার আজন্ম পাপ
খ. প্রেমাংশুর রক্ত চাই
গ. নোলক
ঘ. বনলতা সেন ✔

২৪. প্রশ্নঃ জীবননান্দ দাসের একটি বিখ্যাত কবিতার নাম-

ক. রূপসী বাংলা ✔
খ. বনলতা সেন
গ. ছাড়পত্র
ঘ. সারাদুপুর

২৫. প্রশ্নঃ নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ?

ক. কবিতার কথা ✔
খ. কযেকটি কবিতা
গ. পলাশীর যুদ্ধ
ঘ. বাংলা কবিতার ইতিহাস

২৬. প্রশ্নঃ কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?

ক. ধূসর পাণ্ডুলিপি
খ. ঝরা পালক
গ. মহা পৃথিবী
ঘ. বেলা শেষের গান ✔

২৭. প্রশ্নঃ কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?

ক. ধূসর পাণ্ডুলিপি
খ. ঝরা পালক
গ. মহা পৃথিবী
ঘ. বেলা শেষের গান ✔

২৮. প্রশ্নঃ জীবনানন্দ দাশের জন্ম কত সালে?

ক. ১৮৯৮
খ. ১৮৯৯ ✔
গ. ১৮৯৭
ঘ. ১৮৯৬

২৯. প্রশ্নঃ ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত?

ক. নওগাঁ
খ. পাবনা
গ. রাজশাহী
ঘ. বরিশাল ✔



৩০. প্রশ্নঃ জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?

ক. ধূসর পাণ্ডলিপি
খ. কবিতার কথা ✔
গ. ঝরা পালক
ঘ. দুর্দিনের যাত্রী

৩১. প্রশ্নঃ ‘ধূসর পাণ্ডুলিপি’ কার রচনা?

ক. জীবনানন্দ দাশ ✔
খ. বিষ্ণু দে
গ. বুদ্ধদেব বসু
ঘ. প্রেমেন্দ্র মিত্র

৩২. প্রশ্নঃ কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?

ক. ধূসর পাণ্ডুলিপি
খ. ঝরা পালক
গ. বেলা শেষের গান ✔
ঘ. মহা পৃথিবী

৩৩. প্রশ্নঃ ‘বনলতা সেন’ কার রচনা

ক. জলধর সেন
খ. সমর সেন
গ. অতুল প্রসাদ সেন
ঘ. জীবনানন্দ দাশ ✔

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

One Comment on “জীবনানন্দ দাশ – MCQ Questions”

  1. কবি জীবনানন্দ দাশ-এর বিষয় এতো ভালো ভালো তথ্য দেওয়া জন্য এডুয়েটিক কে অসংখ্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *