স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম

স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম

বর্তমানে নারীরা ফর্সা হওয়ার জন্য খুঁজে থাকে স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম। নারীদের সেই চাহিদার কথা মাথায় রেখে প্রসাধনী নির্মাতা প্রতিষ্ঠানগুলো নারীদের জন্য নিয়ে আসে নানান ধরণের ত্বক ফর্সাকারী ফেয়ারনেস ক্রিম। যা নারীদের ত্বককে স্থায়ীভাবে ফর্সা করে তুলবে।

তাই আজকে আমরা এডুয়েটিকের স্কিন সলুশন বিভাগে আলোচনা করবো কিভাবে স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম নিয়ে। তাহলে চলুন আজকে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক।



স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম

যুগ যুগ ধরে মানুষ সৌন্দর্যের পিপাসী। সৌন্দর্য প্রতিটি নারীর অলংকার। তাই নারীরা সৌন্দর্য চর্চায় বিভিন্ন ধরণের প্রসাধনী ব্যবহার করে থাকেন।

যারা সৌন্দর্য নিয়ে সচেতন থাকেন, তারা কখনোই সৌন্দর্য চর্চার ক্ষেত্রে নিজের সঙ্গে আপোষ করেন না। নিজেকে অন্যদের থেকে একটু বেশিই আকর্ষণীয় করে উপস্থাপন করতে চান প্রতিটি নারী। অন্যের থেকে কখনো নিজের সৌন্দর্য চর্চায় কমতি রাখতে চান না নারীরা। তাইতো, সৌন্দর্য চর্চায় যুগ যুগ ধরে চলছে নানান ধরণের প্রসাধনীর ব্যবহার।

সবসময় নারীদের শীর্ষে অবস্থান থাকে ফর্সা সুন্দর ত্বক। নারীরা ত্বকের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এবং স্থায়ীভাবে ফর্সা হতে বর্তমানে খুঁজে থাকেন স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম। নারীদের সেই চাহিদার কথা মাথায় রেখে প্রসাধনী নির্মাতা প্রতিষ্ঠানগুলো নারীদের জন্য নিয়ে আসে বিভিন্ন ধরণের স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম। এইসব ক্রিম নারীদের ত্বককে স্থায়ীভাবে ফর্সা করে তুলবে।

তবে, ত্বকে স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করার আগে নারীদের মনে রাখতে হবে। যে, সকল ক্রিম সবার স্কিনের সঙ্গে ম্যাচ করে না। তাই, ফেয়াসনেস ক্রিম ব্যবহারের আগে অবশ্যই জেনে বুঝে যাচাই করে ব্যবহার করতে হবে। এখন অনেক নারীদের প্রশ্ন থাকতে পারে, কোন ক্রিম সবচেয়ে ভালো? ত্বক ফর্সা করার সবচেয়ে ভালো ক্রিম কোনটি? ইত্যাদি। সৌন্দর্য চর্চার বেশির ভাগ নারীদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ফেয়ারনেস ক্রিম সমূহ।

চলুন তাহলে জেনে নেই স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে :

১. Wow Fairness Cream

Wow Fairness Cream ইন্ডিয়ান কোম্পানি WoW এর একটি পণ্য। তাদের ভাষ্যমতে তাদের পণ্য ক্ষতিকারক সালফেটস, সিলিকনস এবং প্যারাবেন্স থেকে মুক্ত।

কার্যাবলী

  • Wow Fairness Cream fairness ক্রিমটা আপনার ত্বক স্মুথ করতে সাহায্য করবে।
  • Wow Fairness Cream ক্রিমটি আপনার ত্বককে uv রশ্মির ক্ষতিকর ইফেক্ট থেকে দূরে রাখবে।
  • আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
  • ইচিং সমস্যা দূর করে ত্বককে ফর্সা করতে কার্যকরী ভূমিকা পালন করবে।
  • ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার ত্বকের স্কিন টাইপের এর জন্য উপযোগী কিনা তা যাচাই করে নিবেন।

২. Himalaya herbal Clear Complexion

Himalaya herbal Clear Complexion হিমালয়ায়ের একটি পণ্য। কোম্পানিটির প্রতিষ্ঠাতা মিঃ এম মানাল এবং ১৯৩৪ সাল থেকে স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম তৈরি করে আসছে।

কার্যাবলী

  • Himalaya herbal Clear Complexion ক্রিমটি ব্যবহারের ফলে আপনার ত্বকে একধরণের রেডিয়েন্ট গ্লো আসবে।
  • Himalaya herbal Clear Complexion ক্রিমটির ফর্মুলা আপনার ত্বকের ক্ষেত্রে সকল সমস্যা সমাধান করবে।
  • Himalaya herbal Clear Complexion ক্রিম আপনাকে ত্বক হাইড্রেট রাখতে সাহায্য করবে।
  • আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
  • সেই সাথে আপনাকে ত্বকের বিদ্যমান ডার্ক সার্কেল প্রতিরোধে ভূমিকা পালন করবে।
  • Himalaya herbal Clear Complexion আপনার ত্বককে পরিষ্কার করতে সাহায্য করবে।
  • আপনার ত্বককে প্রাকৃতিক ভাবে উজ্জ্বলতা প্রদান করবে এই ক্রিম।

৩. OLAY White Residence

দক্ষিণ আফ্রিকার রসায়নবিদ গ্রাহাম ওল্ফ এর মাধ্যমে ১৯৫২ সালে পরিচয় ঘটে এই কোম্পানির।

কার্যাবলী

  • OLAY White Residence ক্রিমটি আপনার স্কিনে white radiance তৈরী করতে সাহায্য করে।
  • এটি আপনার স্কিন টোন পরিবর্তন করতে ভূমিকা পালন করে থাকে।
  • এটি বিভিন্ন মেথড আপনার স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা পালন করবে। ৪.এই ক্রিমটি
  • ত্বকের ডার্ক স্পট কমাতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
  • এটি স্কিনকে ব্যালান্স করতে সাহায্য করে
  • এটি ৪ সপ্তাহে আপনার ত্বকের মুক্তার মতো ফর্সা করে তুলতে সাহায্য করবে।

৪. 03+ Whitening Cream

O3plus এর ক্রিম হলো 03+ Whitening Cream। ২০০৫ সালে ইন্ডিয়ার নাম্বার ওয়ান স্কিনকেয়ার ব্রান্ড হিসাবে জনপ্রিয়তা পেয়েছিল।

কার্যাবলী

  • 03+ Whitening Cream ত্বক ফর্সাকারী ক্রিম সব ধরনের ত্বকের জন্য বেশ কার্যকরী।
  • এই ক্রিমটি হয় পিগমেন্টেশন প্রদান করে আপনার স্কিনকে সূর্যের আলোর ক্ষতিকারক রশ্নি থেকে রক্ষা করতে ভূমিকা পালন করে বলে দাবি করে আসছে ।
  • এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ভূমিকা পালন করবে বলে দাবি করে আসছে ক্রিম।
  • এই ক্রিমটি আপনার ত্বককে মশ্চোরাইজার করতে কার্যকরী ভূমিকা পালন করবে।
  • এই ক্রিমটি আপনি ডে ক্রিম হিসেবে প্রায় প্রতিদিন ব্যবহার করতে পারেন

৫. StBotanica Pure Radiance Anti Ageing & Face Brightening Cream

সেন্ট বোটানিকায় প্রাকৃতিক উদ্ভিদ ও বিজ্ঞানের সমন্বয়ে ত্বক এবং চুলের যত্নের পণ্য তৈরি করে। তাদের স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম ও অনান্য পণ্য ইন্ডিয়া ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের ছড়িয়ে পড়েছে।

কার্যাবলী

  • Botanica Pure Residence একটি রং ফর্সাকারী ক্রিম হিসেবে বেশ পরিচিত।
  • এটি রং ফর্সাকারী ক্রিমের পাশাপাশি আপনার ত্বককে মশ্চরাইজ করতে ভূমিকা পালন করবে।
  • এটা বিদ্যমান ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা প্রদানে ভূমিকা পালন করে থাকে।
  • এই ক্রিমটি আপনার ত্বক হাইড্রেট করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে।
  • এটি একটি লং লাস্টিং ক্রিম যা ত্বকের উজ্জ্বলতা প্রদানে ভূমিকা পালন করে।
  • এটি আপনার ত্বককে সূর্যের আলো থেকে ,বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা করতে ভূমিকা পালন করে।

৬. Plum E Luminence Deep Moisturizing

কার্যাবলি

  • Plum E Luminence Deep Moisturizing ব্যবহারের ২৪ ঘন্টার মাথায় আপনার ত্বককে একটি প্রাকৃতিক
  • ভাবে উজ্জ্বল করে তুলে। ২.১২ টি প্রাকৃতিক উপাদানে তৈরি এই ক্রিমটি আপনার ত্বকের মধ্যে এক ধরনের প্রাকৃতিক গ্লো তৈরি করে।
  • Plum E Luminence Deep Moisturizing একটি সম্পূর্ণ হালাল ক্রিম যা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

৭. Bella Vita Papayablem Anti Blemish

কার্যাবলি

  • Bella Vita Papayablem Anti Blemish হয় পিগমেন্টেশন আপনার স্কিনে জাফরানের সজীবতা প্রদান করবে।
  • Bella Vita Papayablem Anti Blemish এমন কিছু প্রাকৃতিক উপাদানে তৈরি যা ড্রাই স্কিনে মশ্চারাইজার করতে ভূমিকা পালন করবে।
  • যে কোনো ধরনের স্কিন ডেমেজ খুবই কার্যকরী এই ক্রিমটি।
  • আপনার স্কিল অয়েল কন্ট্রোলে কার্যকরী হবে এই ক্রিমটি।
  • সান ডেমেজের হাত থেকে আপনার স্কিনকে পরিপূর্ণ সুরক্ষা দিবে এই ক্রিমটি।

৮. Lakme Absolute Perfect Residence

কার্যাবলী

  • Lakme Absolute Perfect Residence একটি ত্বক উজ্জ্বল করার ডে ক্রিম হিসেবে বেশ পরিচিত।
  • এটি আপনার স্কিনকে পালিশ করে স্কিনের গ্লো বাড়িয়ে তুলতে কার্যকরী ভূমিকা পালন করবে। ৩.এটি একটি এডভান্স ফেয়ারনেস ক্রিম যা আপনার স্কিনকে সান প্রটেকশান দিবে।
  • আপনার ত্বককে ক্রিস্টাল ক্লিয়ার করে ডার্ক স্পট এর হাত থেকে রক্ষা করবে।
  • Lakme Absolute Perfect Residence আপনার ত্বক সফট এবং স্মুথ করতে কার্যকরি ভূমিকা পালন করবে।

৯. Garnier Light Complete

১৯০৪ সালে আলফ্রেড আমুর গার্নিয়ার প্যারিসের ব্লিসে আলফ্রেড আমুর গার্নিয়ার কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। প্রাকৃতিক উপাদানের মিশ্রনে চুল ও ত্বকের যত্ন পণ্য তৈরি করে আসছে গার্নিয়ার।

কার্যাবলী

  • সম্পূর্ণ লেবুর নির্যাস তৈরি এই ক্রিমটি আপনার ত্বকের উজ্জ্বলতা প্রদানে কার্যকরী ভূমিকা পালন করবে।
  • আপনার স্কিনের ডার্ক স্পটকে বিদায় জানিয়ে ত্বককে গ্লো বাড়িতে তুলতে সাহায্য করবে।
  • Garnier Light Complete এর রয়েছে সূর্যের আলোর রোশনি ক্ষতিকারক প্রভাব কমানোর কার্যকরি ক্ষমতা।

১০. Lotus Herbals White Glow

Lotus Herbals White Glow লোটস হার্বালের একটি পণ্য। ১৯৯৩ সালে কামাল পাশির এর হাত ধরে ইন্ডিয়াতে যাত্রা শুরু করে এই কোম্পানিটি।

কার্যাবলী

  • সম্পূর্ণ জাফরানের নির্যাসে তৈরি এই ক্রিমটি আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে।
  • Lotus Herbals White Glow সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে আপনার স্কিনকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করতে ভূমিকা পালন করবে।
  • Lotus Herbals White Glow ত্বকে বিদ্যমান অয়েল কন্ট্রোলে বেশ কার্যকরি। এটি আপনার ত্বকে এক্সট্রা গ্লো নিয়ে আসে।


স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম এর ব্যাপারে বিশেষ সর্তকতা

উপরে উল্লেখিত স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিমগুলো আমরা ক্রিম কোম্পানির দাবি অনুযায়ী দিয়েছি। আর, বাংলাদেশে এসব ফর্সা হওয়ার ক্রিমের নামে অসংখ্য ভেজাল ক্রিম রয়েছে। সুতরাং, ফর্সা হওয়ার ক্রিম কেনার সময় অবশ্যই সর্তক থাকতে হবে।

আর এই তালিকায় দেয়া অধিকাংশ ক্রিম বিদেশী। তাই, অনেক ক্রিম হয়তো বাংলাদেশে পাবেন না। আর যদি পেয়ে যান, তাহলে সর্তকতার সাথে যাচাই-বাছাই করে কিনবেন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

Leave a Comment