আজকে আমরা এডুয়েটিকের পুরুষ স্বাস্থ্য বিভাগে আলোচনা করবো পুরুষের দাড়ি গজানোর উপায় নিয়ে। তাহলে চলুন আজকে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক। কৈশোর পেরিয়ে পা রেখেছেন যৌবনে। কিন্তু আপনার মুখে দাড়ির দেখা নেই। আবার অনেকে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় মুখে দাড়ি গজিয়েছে কিন্তু তাকে পরিপূর্ণভাবে দাড়ি গজানো বলে না।
কোথাও অল্প দাড়ি, কোথাও আবার তা-ও নেই। এ নিয়ে সমস্যায় ভোগেন অনেক কিশোর কিন্তু লজ্জায় হয়তো বলতেও পারেন না।
জেনে রাখা ভালো এটি কোনো স্থায়ী সমস্যা নয়। এই সমস্যা থেকে আছে মুক্তির উপায়।
অনেকের ধারণা দাড়ি কাটলে দাড়ি ঘন হয়। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুরুর দিকে দাড়ি যতটা বাড়ে, বাড়তে দিন। ৪ থেকে ৬ সপ্তাহ পরে ছাঁটুন।
- আরো পড়ুন: দাড়ি ঘন করার উপায়
- আরো পড়ুন: স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম
- আরো পড়ুন: ওজন কমানোর উপায়
আসুন তাহলে জেনে নেওয়া যাক দাড়ি গজানোর উপায় সম্পর্কে এবং দাড়ি না গজালে কি করবেন:-
মুখের যত্ন নিন
মুখের যত্ন নিন। ভালো করে ঘষে ত্বকের ওপর থেকে মৃত কোষ দূর করার চেষ্টা করুন। এর ফলে নতুন দাড়ি গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত হবে।
চামড়া পরিষ্কার
মুখের চামড়া পরিষ্কার রাখুন। অন্তত সকালে ও সন্ধ্যায় একবার করে গরম পানিতে ভালো করে ধুয়ে নিন। ক্লিনজিং মিল্ক ব্যবহার করলে আরও ভালো।
ইউক্যালিপটাস
ইউক্যালিপটাস দেয়া আছে, এই রকম ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করলে দ্রুত দাড়ি গজাবে।
পেঁয়াজের রস
পেঁয়াজের রস মুখের ওপর লাগালে দাড়ি বাড়তে সাহায্য করে। পেঁয়াজের মধ্যে থাকা সালফার এই কাজ করে থাকে।
কোঁকড়ানো দাড়ি
বিক্ষিপ্তভাবে কোঁকড়ানো দাড়ি থাকলে, তা কেটে ফেলুন। এগুলো সুষমভাবে দাড়ি বৃদ্ধিতে সমস্যা তৈরি করে।
বিশ্রাম নিন
সারা দিনে যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিন। তার ফলে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সেরে উঠবে। দ্রুত দাড়ি গজাবে।
স্ট্রেস কমান
স্ট্রেস কমান। শুনতে আশ্চর্য লাগলেও, বিজ্ঞানীরা বলছেন, চাপ কমলে বা রিল্যাক্সড থাকলে দাড়ি গজায় তাড়াতাড়ি।
- আরো পড়ুন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি
- আরো পড়ুন: আইফেল টাওয়ারের রহস্যময় ইতিহাস
- আরো পড়ুন: Composition: Tree Plantation (বাংলা অর্থসহ)
শরীরচর্চা
শরীরচর্চা করুন। তার ফলে মুখমণ্ডলে রক্ত-সঞ্চালন বাড়ে, যা দাড়ি বৃদ্ধিতে সহায়তা করে।
ভিটামিন
খাদ্য তালিকায় নিয়মিত ভিটামিন ও মিনারেলযুক্ত ফল এবং শাকসবজি রাখুন। ভিটামিন বি কমপ্লেক্স দাড়ি বাড়ানোয় সাহায্য করে। চিকিৎসকের পরামর্শমতো নানা ধরনের হেলথ সাপ্লিমেন্ট ও ভিটামিন খেয়েও দাড়ির বৃদ্ধি বাড়ানো যায়।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।