Write A Dialogue About Future Plan. (বাংলা অর্থসহ)

write a dialogue about future plan

write a dialogue about future plan. (ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি সংলাপ লিখ।)

Salma : Hello, Anwara. How are you?

Anwara : Fine. What about you?

Salma : I am fine too. By the by, our SSC exam has already been finished. Have you made any future plan?

Anwara : Yes. I have made a future plan.

Salma : What’s that?

Anwara : I want to be a doctor.

Salma : What’s the reason behind it?

Anwara : I am a village girl. So, I know how much the villagers suffer for want of a good doctor. Hence, I want to be a doctor to serve the villagers.

Salma : It’s great. But at present, it is very difficult to get admitted into a Medical College.

Anwara : Absolutely right. For this, I will work very hard and pray to the Almighty Allah.

Salma : I wish your success.

Anwara : Then, what’s your plan?

Salma : Same of you.

Anwara : Really! You will be successful too.

Salma : Thank you so much.

Anwara : Thank you too. See again.



অনুবাদ:

write a dialogue about future plan. (ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি সংলাপ লিখ।)

সালমা : হ্যালো, আনোয়ারা। কেমন আছো?

আনোয়ারা : ভালো। তুমি কেমন আছো?

সালমা : আমিও ভালো আছি। যাহোক আমাদের এসএসসি পরীক্ষা তো মাত্র শেষ হলো। তুমি কোন ভবিষ্যৎ পরিকল্পনা করেছো?

আনোয়ারা : হ্যাঁ। ভবিষ্যৎ পরিকল্পনা করেছি।

সালমা : কি সেটা?

আনোয়ারা : আমি ডাক্তার হতে চাই।

সালমা : এর পেছনের কারণ কী?

আনোয়ারা : আমি গ্রামের মেয়ে। তাই ভালো ডাক্তারের অভাবে গ্রামবাসীদের কতটা কষ্ট হয় তা আমি জানি। তাই গ্রামবাসীর সেবা করার জন্য ডাক্তার হতে চাই।

সালমা : দারুণ হয়েছে। কিন্তু বর্তমানে মেডিকেল কলেজে ভর্তি হওয়া খুবই কঠিন।

আনোয়ারা : একদম ঠিক। এ জন্য আমি অনেক পরিশ্রম করব এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করব।

সালমা : আপনার সাফল্য কামনা করছি।

আনোয়ারা : তাহলে তোমার পরিকল্পনা কী?

সালমা : তোমার মত একই।

আনোয়ারা : সত্যি! তুমিও সফল হও।

সালমা : তোমাকে অনেক ধন্যবাদ।

আনোয়ারা : তোমাকেও ধন্যবাদ। আবার দেখা হবে।



যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

Leave a Comment