composition: hazrat muhammad (sm). (বাংলা অর্থসহ)
Hazrat Muhammad (Sm) was the last Prophet of Islam and the greatest of all Prophets. He is the most admirable to me for his greatness in all respects.
He was born in the famous Quraish family of Mecca in 570 AD. His father’s name was Abdullah and that of his mother was Amena. From his boyhood he was very truthful. He was called ‘Al-Amin’ for his truthfulness.
At the age of 25 he married Khadija ®. He always thought about the creations of Allah. He spent most of his time in meditation in the cave of Mount Hera to seek truth. At last he found the truth. The holy Quran was revealed for mankind. He preached, “There is no God but Allah and Hazrat Muhammad (Sm) is His Prophet”.
The Arabs were the worshippers of many gods and goddesses. His preaching made them angry. They laughed at him and even tried to kill him. In 622 AD he left Mecca for Madina with his followers. This is called the Hizarat. From this date the Hijri year began in the history of Islam. The people of Madina highly welcomed him.
With their help he conquered Mecca in the eight Hijri. At the age of 63 he passed away. He built up a great nation. He is no more with us but his doings will remain with us everfresh. He was the greatest of all men of all ages.
- আরো পড়ুন: Write A Dialogue Between Two Friends About Bad Effects Of Student Politics. (বাংলা অর্থসহ)
- আরো পড়ুন: Write A Letter To The Newspaper Complaining Against The Frequent Failure Of Electricity
- আরো পড়ুন: Write An E-mail To A Friend Inviting Him To Your Birthday Party
অনুবাদ:
composition: hazrat muhammad (sm). (বাংলা অর্থসহ) / হজরত মুহাম্মদ (সা.)।
হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন ইসলামের শেষ নবী এবং সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সর্বক্ষেত্রে তার মহত্ত্বের জন্য তিনি আমার কাছে সবচেয়ে প্রশংসনীয়।
তিনি ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমেনা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী। সত্যবাদিতার জন্য তাকে ‘আল-আমিন’ বলা হতো।
২৫ বছর বয়সে তিনি খাদিজা (রা) বিয়ে করেন। তিনি সর্বদা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন। তিনি সত্য অন্বেষণে হেরা পর্বতের গুহায় তাঁর বেশিরভাগ সময় ধ্যানে কাটিয়েছেন। অবশেষে তিনি সত্য খুঁজে পেলেন। পবিত্র কুরআন মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে। তিনি প্রচার করেছিলেন, “আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ (সাঃ) তাঁর নবী”।
আরবরা অনেক দেব-দেবীর উপাসক ছিল। তার প্রচার তাদের রাগান্বিত করেছিল। তারা তাকে নিয়ে হাসাহাসি করেছিল এবং এমনকি তাকে হত্যা করার চেষ্টা করেছিল। ৬২২ খ্রিস্টাব্দে তিনি তাঁর অনুসারীদের নিয়ে মক্কা ত্যাগ করেন মদিনার উদ্দেশ্যে। একে হিজরাত বলা হয়। এ তারিখ থেকে ইসলামের ইতিহাসে হিজরি সন শুরু হয়। মদিনাবাসী তাকে অত্যন্ত স্বাগত জানায়।
তাদের সহায়তায় তিনি আট হিজরীতে মক্কা জয় করেন। ৬৩ বছর বয়সে তিনি মারা যান। তিনি একটি মহান জাতি গঠন করেছেন। তিনি আর আমাদের মাঝে নেই কিন্তু তাঁর কাজগুলো চিরতরে আমাদের মাঝে থাকবে। তিনি ছিলেন সকল যুগের সকল পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
- আরো পড়ুন: কাজী নজরুল ইসলাম – MCQ Questions
- আরো পড়ুন: জানাজার নামাজের নিয়ম
- আরো পড়ুন: দাড়ি গজানোর উপায়
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।
বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।