Composition: Floods In Bangladesh. (বাংলা অর্থসহ)

composition floods in bangladesh

composition: floods in bangladesh. (বাংলা অর্থসহ)

Introduction: Bangladesh is a land of natural calamities. Very often, various kinds of natural calamities hit in Bangladesh. Flood is one of these. Generally, flood is very destructive.

What flood is: When excess water submerges rivers, canals and a vast land area, it is called flood. During flood we can see water, water and water around us.

Causes of flood: Bangladesh is a country of low land. Besides, there are so many rivers in Bangladesh. Most of the rivers have become shallow. As a result, due to heavy rainfall, the rivers become full and cause flood. Besides, ice melted water of the Himalayas, cyclone, tidal bore, earthquake etc. Are also the main reasons of flood.

Recent floods: In the last century, Bangladesh faced a few destructive floods. Those floods happened in 1954, 1955, 1969, 1970, 1974, 1978, 1988, 1994 and 1998. The flood of 1998 was the most destructive. Then almost the whole country went under flood water. Some people died and thousands of people became homeless.

Bad sides: Flood has so many bad sides. It makes the affected people homeless, wealthless, foodless and safetyless. Their lives become miserable and lamentable. Roads, bridges, crops, animals etc. Are also damaged by flood. Normal life is hampered very seriously.

Effect after flood: After effect flood is very dreadful. Epidemic and famine spread over in the flood affected areas. Due to lack of pure water, many people suffer from diarrhea and water borne diseases. Moreover, shortage of food and price-hike are seen. With all these, life becomes very difficult and miserable.

Relief works: During flood, the government, NGO and other institutions operate relief works. They give the flood affected people foods, clothes, medicines, money etc. Medical teams are sent and relief camps are set up. Shelter centers are opened in many schools and colleges. Many students render voluntary service.

What should be done: We can’t defend flood. But we must take some steps to minimize the losses. Dredging the rivers, making embankments, building shelter centers etc. May be effective in this respect.

Conclusion: Flood is really a great curse. But flood has some good sides too. Flood carries silt and makes the soil fertile. The farmers get good harvest from this fertile soil.



অনুবাদ:

composition: floods in bangladesh. (বাংলা অর্থসহ) / বাংলাদেশের বন্যা।

ভূমিকা: বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। বাংলাদেশে প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এর মধ্যে বন্যা অন্যতম। সাধারণত বন্যা খুবই ধ্বংসাত্মক।

বন্যা কি: যখন অতিরিক্ত পানি নদী, খাল এবং একটি বিস্তীর্ণ ভূমি তলিয়ে যায় তখন তাকে বন্যা বলে। বন্যার সময় আমরা আমাদের চারপাশে পানি, পানি আর পানি দেখতে পাই।

বন্যার কারণ: বাংলাদেশ নিম্নভূমির দেশ। এছাড়া বাংলাদেশে অনেক নদী আছে। অধিকাংশ নদী অগভীর হয়ে গেছে। ফলে অতিবৃষ্টির কারণে নদীগুলো ভরাট হয়ে বন্যার সৃষ্টি করে। এছাড়া হিমালয়ের বরফ গলা পানি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদিও বন্যার প্রধান কারণ।

সাম্প্রতিক বন্যাসমূহ: গত শতাব্দীতে বাংলাদেশ কয়েকটি ধ্বংসাত্মক বন্যার সম্মুখীন হয়েছিল। এই বন্যা হয়েছিল ১৯৫৪, ১৯৫৫, ১৯৬৯, ১৯৭০, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮৮, ১৯৯৪ এবং ১৯৯৮ সালে। ১৯৯৮ সালের বন্যা ছিল সবচেয়ে ধ্বংসাত্মক। এরপর প্রায় গোটা দেশ বন্যার পানিতে তলিয়ে যায়। কিছু মানুষ মারা যায় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়।

খারাপ দিক: বন্যার অনেক খারাপ দিক আছে। এটি ক্ষতিগ্রস্ত মানুষকে গৃহহীন, সম্পদহীন, খাদ্যহীন এবং নিরাপত্তাহীন করে তোলে। তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ ও হাহাকার। বন্যায় সড়ক, সেতু, ফসল, পশুপাখি ইত্যাদিও ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বন্যা পরবর্তী প্রভাব: বন্যা পরবর্তী প্রভাব খুবই ভয়ঙ্কর। বন্যা কবলিত এলাকায় মহামারী ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। বিশুদ্ধ পানির অভাবে বহু মানুষ ডায়রিয়া ও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তাছাড়া খাদ্যের ঘাটতি ও মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে। এসব নিয়ে জীবন হয়ে ওঠে খুবই কঠিন ও দুর্বিষহ।

ত্রাণ কাজ: বন্যার সময় সরকার, এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠান ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। তারা বন্যার্তদের খাবার, কাপড়, ওষুধ, টাকা ইত্যাদি দেয়। মেডিকেল টিম পাঠানো হয় এবং ত্রাণ শিবির স্থাপন করা হয়। অনেক স্কুল-কলেজে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অনেক ছাত্র স্বেচ্ছাসেবী সেবা প্রদান।

কি করা উচিত: আমরা বন্যা রক্ষা করতে পারি না। তবে ক্ষতি কমাতে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। নদী খনন, বেড়িবাঁধ তৈরি, আশ্রয় কেন্দ্র নির্মাণ ইত্যাদি এক্ষেত্রে কার্যকর হতে পারে।

উপসংহার: বন্যা সত্যিই এক মহা অভিশাপ। তবে বন্যার কিছু ভালো দিকও আছে। বন্যা পলি বহন করে এবং মাটিকে উর্বর করে। এই উর্বর মাটি থেকে কৃষকরা ভালো ফলন পান।



যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

Leave a Comment