মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায়

Eduatic

Updated on:

মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায়

জেনে নিন মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায় । আসুন আজকে আমরা এ বিষয়ে আলোচনা করে বিস্তারিত জেনে নেই। মাতৃত্বের স্বাদ কোন নারীই না পেতে চায়? গর্ভধারণ নারীর জন্য অনেক আনন্দদায়ক একটা বিষয়। গর্ভবতী হওয়া প্রতিটি মহিলার জন্য একটি নতুন অভিজ্ঞতা। একজন মহিলা যদি গর্ভবতী হয় তাহলে তার কিছু শারীরিক পরিবর্তন হয়। যেমন: স্তন ফোলা ও কোমল ভাব,ঘন ঘন প্রস্রাব,মর্নিং সিকনেস, ক্লান্ত লাগা, মাসিক (পিরিয়ড) মিস ইত্যাদি।



এই লক্ষণ গুলোর মধ্যে পিরিয়ড মিস বা মাসিক মিস হলে অনেক মহিলারা মনে করে সে কনফার্ম গর্ভবতী হয়েছে। কিন্তু গর্ভবতী না হলেও অনেক সময় পিরিয়ড মিস হতে পারে। অর্থাৎ যদিও পিরিয়ড মিস গর্ভবতী হওয়ার একটি লক্ষণ, আপনি গর্ভবতী না হলেও অন্য কোনো শারীরিক সমস্যার কারণে আপনার পিরিয়ড মিস হতে পারে। এখন আপনার মনে স্বাভাবিক ভাবে এই প্রশ্নটা আসতেই পারে যে, আমি কি প্রেগন্যান্ট হয়েছি? আর তা বুঝবোই বা কিভাবে।

আপনি প্রেগন্যান্ট কি না তা নিশ্চিত ভাবে বোঝার জন্য আপনাকে অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। প্রেগন্যান্সি টেস্ট করতে কি লাগে, প্রেগন্যান্সি টেস্ট কিভাবে করতে হবে, প্রেগন্যান্সি টেস্ট ফলাফল কিভাবে বুঝবেন, প্রেগন্যান্সি টেস্ট কখন করলে ভালো ফলাফল পাওয়া যাবে সেটা আজকে আমাদের আলোচনার বিষয়।

প্রেগন্যান্সি টেস্ট করতে কি লাগে

কোনো নারী গর্ভবতী হলে তার শরীরে বিটাএইচসিজি নামক হরমোন তৈরি হয়। এই হরমোনের উপস্থিতি তার প্রস্রাবেও পাওয়া যায়। এই বিষয়টা স্পষ্ট যে, কোনো গর্ভবতী নারী প্রস্রাবে বিটাএইচসিজি হরমোন এর উপস্থিতি থাকলে বোঝা যাবে তিনি গর্ভবতী হয়েছেন এবং না থাকলে বোঝা যাবে তিনি গর্ভবতী হননি।

প্রস্রাবে বিটাএইচসিজি হরমোনের উপস্থিতি অর্থাৎ প্রেগন্যান্সি টেস্ট করার জন্য ফার্মেসীতে এক ধরনের ডিভাইস বা যন্ত্র পাওয়া যায়। এই ডিভাইসটিকে প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ বলে। এই স্ট্রিপের সাহায্যে খুব সহজেই প্রস্রাবে বিটাএইচসিজি হরমোন এর উপস্থিতি বুঝা যায়। তাছাড়া আপনি কোন ডায়াগনস্টিক সেন্টারে রক্ত বা প্রস্রাব পরীক্ষার সাহায্যে বিটাএইচসিজি হরমোন এর উপস্থিতির মাধ্যমেও বুঝতে পারবেন আপনি প্রেগন্যান্ট কি না।

যাই হোক, আপনি যদি ঘরে বসে প্রেগন্যান্সি টেস্ট করতে চান তাহলে আপনার শুধু দরকার হবে একটি প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ ও সকালের প্রস্রাব। সকালের প্রস্রাবে ঘনত্ব বেশি হয় এবং বিটাএইচসিজি হরমোনের উপস্থিতিও বেশি থাকে যার ফলে প্রেগন্যান্সি টেস্ট ভালো হয়।

মাসিক মিস হওয়ার কত দিন পর pregnancy test করতে হয়?

নিয়মিতভাবে যে তারিখে মাসিক হওয়ার কথা সেটা পার হওয়ার কমপক্ষে ৭ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। অর্থাৎ মাসিক মিস হওয়ার কমপক্ষে ৭ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করতে হবে।

প্রেগন্যান্সি টেস্ট এর রিপোর্ট যেভাবে বুঝবেন

স্ট্রিপে লেখা নির্দেশনা অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। পরীক্ষা করার পর স্ট্রিপে লেখা সময় পর্যন্ত অপেক্ষা করুন। যদি স্ট্রিপে একটি রেখা আসে তাহলে প্রেগন্যান্সি নেগেটিভ অর্থাৎ আপনি গর্ভবতী নন। আর ২ টি রেখা আসলে ফলাফল পজেটিভ অর্থাৎ আপনি গর্ভবতী। আর কোন রেখা না আসলে নতুন স্ট্রিপ দিয়ে একই নিয়মে পরীক্ষা করতে হবে।

আপনি বাড়িতে প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করলে কতগুলো বিষয় মেনে চলতে হবে:

  • আপনি যদি এইচসিজি হরমোন জাতীয় কোন ওষুধ সেবন করেন তাহলে আপনি গর্ভবতী না হলেও ফলাফল পজেটিভ আসতে পারে।
  • প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ মেয়াদ উত্তীর্ণ হলে ফলাফল ভুল আসতে পারে।
  • প্রস্রাবের নমুনা সংগ্রহ করার আগে পানি পান করলে বা কিছু খেলে।
  • মাসিকের সময় পার হওয়ার পর আরো ৭ দিন না যেতেই পরীক্ষা করা।

আপনার টেস্টের ফলাফল নেগেটিভ কিন্তু মাসিক হচ্ছে না কেন?

এ প্রশ্ন আমাদের অনেকেই করেন। তাহলে চলুন এই প্রশ্নের উত্তরটিও জেনে নেওয়া যাক। যদি ফলাফল নেগেটিভ আসে কিন্তু মাসিক হয় না সেক্ষেত্রে ৭ দিন পর আবার প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। এবারেও যদি ফলাফল নেগেটিভ আসে তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ। কেননা প্রেগন্যান্ট না হলেও অন্য কোনো কারনে মাসিক বন্ধ হতে পারে।

ফলাফল ফলস নেগেটিভ আসে কেন?

আপনি প্রেগন্যান্ট কিন্তু ফলাফল নেগেটিভ আসতে পারে। এক্ষেত্রে মাসিক মিস হওয়ার পর ৭ দিন না যেতেই পরীক্ষা করলে এই সমস্যা হতে পারে।



শেষ কথা

আপনি যদি নিয়ম মেনে পরীক্ষা করেন তাহলে প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ এর সাহায্যে পরীক্ষা করেই নিশ্চিত হতে পারবেন আপনি প্রেগন্যান্ট হয়েছেন কি না। আশা করি আমাদের দেওয়া তথ্য মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায় সে সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এখনো মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায় সে ​সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনাকে দ্রুত আপনার প্রশ্নের উত্তর দেওয়া চেষ্টা করবো। ধন্যবাদ।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Leave a Comment