Write A Letter To Your Younger Brother Advising Him To Read Newspaper Regularly.

write a letter to your younger brother advising him to read newspaper regularly

write a letter to your younger brother advising him to read newspaper regularly. (তোমার ছোট ভাইকে নিয়মিত সংবাদপত্র পড়ার পরামর্শ দিয়ে একটি চিঠি লেখ।)

15 March 2023
Ullapara, Sirajgonj

Dear Reza,
Take my love and affection. I hope that you are quite well by the grace of Almighty Allah. However, I know that you are very serious about your studies. But you are not interested in reading newspapers.

In this case, you should bear in mind that present age is the age of hard competition. To be fit for this competition you must gain so much extra knowledge. And newspaper is the richest store-house of extra knowledge. So, you must read newspapers regularly.

No more today. We all are very fine. Don’t worry for us. Just inform me if you need anything.

Your loving brother,
Raj



অনুবাদ:

write a letter to your younger brother advising him to read newspaper regularly. (তোমার ছোট ভাইকে নিয়মিত সংবাদপত্র পড়ার পরামর্শ দিয়ে একটি চিঠি লেখ।)

১৫ মার্চ ২০২৩
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

স্নেহের রেজা,
আমার ভালবাসা ও স্নেহ রইল। আমি আশা করি যে, তুমি পরিপূর্ণরূপে ভালো আছ সর্বশক্তিমান আল্লাহর রহমতে। যা হোক, আমি জানি যে তুমি খুবই সাবধানি তোমার পড়াশুনা বিষয়ে। কিন্তু তুমি আগ্রীহ নও খবরের কাগজ পড়তে ।

এই ক্ষেত্রে, তোমার মনে রাখা উচিত যে বর্তমান যুগ হলো কঠিন প্রতিযোগিতার যুগ। উপযুক্ততা অর্জন করতে হলে এই প্রতিযোগিতার জন্য তোমাকে অর্জন করতে হবে এত অতিরিক্ত জ্ঞান। এবং সংবাদপত্র হল অতিরিক্ত জ্ঞানের সবচেয়ে সমৃদ্ধভাণ্ডার। তাই, তোমাকে নিয়মিত সংবাদপত্র পড়তে হবে।

আজ আর নয়। আমরা সবাই খুব ভালো আছি। আমাদের জন্য চিন্তা করবে না। কেবলমাত্র জানাবে আমাকে তোমার কিছু প্রয়োজন হলে।

তোমার আদরের ভাই,
রাজ



যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

Leave a Comment