Write A Letter To Your Friend About A Football Match.

write a letter to your friend about a football match

write a letter to your friend about a football match. (তোমার বন্ধুকে একটি ফুটবল ম্যাচ সম্পর্কে জানিয়ে একটি পত্র লেখ।)

Dingedaha
Date: 30-04-2023

Dear Rokon,
You will be happy to learn that our school team beat the outsiders in a football match yesterday. The match was played in our school ground. Many people came to witness the game. It was really an exciting and enjoyable match. The play began right at 4:00 pm. Our school team played up a nice game. There was no goal on either side during the first half.

After the recess the play began again. The outsiders began to make frantic efforts. But our backs and half-backs were very strong. We also made attacks on the opponents. Our center forward Razu got the ball and passed it on to our right out. He also passed the ball on Razu and he sent the ball to the net of the opposit team. Our school team won the game. There were shouts of joy all around.

No more today.
Lovingly yours,
Farhad



অনুবাদ:

write a letter to your friend about a football match. (তোমার বন্ধুকে একটি ফুটবল ম্যাচ সম্পর্কে জানিয়ে একটি পত্র লেখ।)

ডিঙ্গেদহ
তারিখ: ৩০-০৪-২০২৩

প্রিয় রোকন,
তুমি জেনে খুশি হবেন যে, আমাদের স্কুল টিম গতকাল একটি ফুটবল ম্যাচে বহিরাগতদের পরাজিত করেছে। আমাদের স্কুলের মাঠে খেলা হয়েছিল। অনেক লোকই খেলাটা দেখতে এসেছিল। এটা সত্যিই একটি উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য ম্যাচ ছিল। খেলাটি শুরু হয় ঠিক বিকাল ৪ টায়। আমাদের স্কুল টিম একটি সুন্দর খেলা খেলেছে। প্রথমার্ধে কোনো গোল হয়নি।

বিরতির পরে খেলাটি পুনরায় শুরু হলো। বহিরাগতরা গোল দেয়ার তীব্র প্রচেষ্টা গ্রহণ করেছিল। কিন্তু আমাদের ব্যাক ও হাফব্যাক খুব শক্তিশালী ছিল। আমরাও প্রতিপক্ষের ওপর হামলা করেছি। আমাদের মধ্যমাঠের খেলোয়াড় রাজু বল পেয়ে ডানদিকে পাঠায়। সে পুনরায় বলটা রাজুর পায়ে পাঠায়। তখন রাজু বলটা বিপক্ষ দলের গোলপোস্টে পাঠিয়ে দেয়। আমাদের স্কুল খেলায় জিতে গেল। চারিদিকে আনন্দের স্রোত।

আজ আর নয়।
তোমারই,
ফরহাদ



যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

Leave a Comment