Write A Letter To The Newspaper Complaining Against The Frequent Failure Of Electricity

Eduatic

Updated on:

write a letter to the newspaper complaining against the frequent failure of electricity

write a letter to the newspaper complaining against the frequent failure of electricity. (বিদ্যুতের ঘন ঘন ব্যর্থতার বিরুদ্ধে অভিযোগ করে পত্রিকায় চিঠি লেখ।)

20 October 2022

The Editor,
The Morning Star,
Dhaka.

Sir,
I would be highly pleased if you publish the following article in your esteemed daily.

Frequent load shedding in Dhaka

frequent load shedding in the city and the suburbs has made our life miserable. Indiscriminate power-cut over wide areas for hours together has become a daily feature of our present day life. There is no area which is not affected by it daily. Houses, shops, factories, offices – all come under the staggering load shedding. The mills and factories are paralysed. Student and teachers are the worst sufferers. We are compelled to study in the dim candle light. We have learnt to cook and eat in darkness. How long will we have to suffer? The Government should take necessary measures to remove the problem of load shedding as early as possible.

Yours truly,

……………………………………..
Rakib



write a letter to the newspaper complaining against the frequent failure of electricity. (বিদ্যুতের ঘন ঘন ব্যর্থতার বিরুদ্ধে অভিযোগ করে পত্রিকায় চিঠি লেখ।)

২০ অক্টোবর ২০২২
বরাবার
সম্পাদক,
মর্নিং স্টার,
ঢাকা।

স্যার,
আপনি যদি আপনার সম্মানিত দৈনিকে নিম্নলিখিত নিবন্ধটি প্রকাশ করেন তবে আমি অত্যন্ত খুশি হব।

ঢাকায় ঘন ঘন লোডশেডিং

শহর ও শহরতলীতে ঘন ঘন লোডশেডিং আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিস্তীর্ণ এলাকায় ঘণ্টার পর ঘণ্টা নির্বিচারে বিদ্যুৎ সংযোগ আমাদের বর্তমান জীবনের দৈনন্দিন বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এমন কোন এলাকা নেই যেখানে প্রতিদিন এর দ্বারা প্রভাবিত হয় না। বাড়িঘর, দোকানপাট, কলকারখানা, অফিস—সবই লোডশেডিংয়ের কবলে পড়ে। কল-কারখানা অচল হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা। আবছা মোমবাতির আলোয় আমরা পড়াশোনা করতে বাধ্য। আমরা অন্ধকারে রান্না করে খেতে শিখেছি। আর কতদিন আমাদের কষ্ট করতে হবে? সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব লোডশেডিং সমস্যা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আপনার সত্যি,

……………………………….
রাকিব



যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

Leave a Comment