paragraph: A Book Fair (বাংলা অর্থসহ)

Eduatic

Updated on:

paragraph A Book Fair (বাংলা অর্থসহ)

paragraph: A Book Fair (বাংলা অর্থসহ)

A book fair basically the festival of books. It is held for displaying various kinds of books. So a book fair is a museum of knowledge. Visiting such a fair is very useful for every person.

It is a matter of good luck that recently, I visited such a book fair. This book fair was arranged at Bangla Academy premises by Bangla Academy. The name of this book fair was “Ekushe Boi Mela.”



It is held every year in February. The fair continues for a month. This fair reminds us the supreme sacrifice of our language martyrs. The arrangement of the fair was very wonderful. There were almost 150 book shops in the fair.

There were also a big seminar room, authors’ room and some fast-food shops. Every shop was full of many kinds of books. Thousands of people came to visit the fair. I visited every shop and bought some books. I also met a few famous novelists and poets. My heart was filled with pure joy.

paragraph: A Book Fair (বাংলা অর্থসহ) / একটি বইমেলা

অনুবাদ: একটি বইমেলা মূলত বইয়ের উৎসব। ইহা অনুষ্ঠিত প্রদর্শনীর জন্য বিভিন্ন রকমের বই। সুতরাং একটি বইমেলা একটি জ্ঞানের যাদুঘর। এ ধরনের একটি মেলা পরিদর্শন করা অত্যন্ত উপকারী প্রত্যেক ব্যক্তির জন্য। ইহা সৌভাগ্যের ব্যাপার যে সম্প্রতি, আমি পরিদর্শন করেছি এ রকম একটি বইমেলা।

এই বইমেলা আয়োজন হয়েছিল বাংলা একাডেমী প্রাঙ্গণে বাংলা একাডেমী কর্তৃক। এই বইমেলাটির নাম ছিল একুশে বইমেলা। ইহা অনুষ্ঠিত হয় প্রত্যেক ফেব্রুয়ারি মাসে। মেলাটি চলে এক মাস যাবৎ। এই মেলা আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের ভাষাশহিদদের সর্বোচ্চ ত্যাগের কথা। মেলাটির আয়োজন ছিল অত্যন্ত চমৎকার।



প্রায় ১৫০ টি বইয়ের দোকান ছিল মেলাটিতে। আরও ছিল একটি বিশাল সেমিনার কক্ষ, লেখকদের কক্ষ এবং কয়েকটি ফাস্টফুডের দোকান। প্রত্যেকটি দোকান ছিল ভরপুর বিভিন্ন ধরনের বইয়ে। হাজার হাজার লোক এসে ছিল পরিদর্শন করতে মেলাটি।

আমি পরিদর্শন করেছিলাম প্রত্যেকটি দোকান এবং কিনেছিলাম কয়েকটি বই। আমি সাক্ষাত করেছিলাম কয়েকজন বিখ্যাত ঔপন্যাসিক ও কবির সাথেও। আমার হৃদয় ভরে গিয়েছিল নির্মল আনন্দে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন।

Leave a Comment