Write A Letter To Your Younger Brother Telling Him About The Importance Of Reading Newspaper. (বাংলা অর্থসহ)

Eduatic

Updated on:

write a letter to your younger brother telling him about the importance of reading newspaper

write a letter to your younger brother telling him about the importance of reading newspaper . (সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে তোমার ছোট ভাইকে একটি চিঠি লেখ।)

Dear Reja,

My love and good wishes to you. I came to know from your class teacher that you are very weak in general knowledge though you are good in studies. This is due to the fact that you confine yourself only to reading textbooks.

The best way of acquiring general knowledge is to read newspaper. Newspaper reading enriches one’s mind. It also broadens our out look. It gives us news of day to day happenings of home and abroad. It also helps the readers to have a good command on a language.

So, I think you should read newspaper daily so that you may gain a good command of the languages. This will also help you to acquire enough knowledge outside your textbooks. No more, today.

Your elder brother,
Suman.



Write a letter to your younger brother telling him about the importance of reading newspaper . (সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে তোমার ছোট ভাইকে একটি চিঠি লেখ।)

অনুবাদ:

প্রিয় রেজা,

আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আমি তোমার শ্রেণি শিক্ষকের কাছ থেকে জানতে পারলাম যে, তুমি ভালো পড়াশুনা করা সত্ত্বেও সাধারণ জ্ঞানে খুব দুর্বল। এর কারণ হচ্ছে তুমি নিজেকে শুধু পাঠ্যপুস্তুক পড়ায় সীমাবদ্ধ রাখো। সাধারণ জ্ঞানার্জনের সর্বোৎকৃষ্ট পস্থা হচ্ছে সংবাদপত্র পড়া।

সংবাদপত্র পঠন একজনের মনের উৎকর্ষ সাধন করে। এটা আমাদের দৃষ্টিভঙ্গির সম্প্রসারণ করে। দেশ-বিদেশে নিত্যদিন কী ঘটছে এটি আমাদের সেই খবর প্রদান করে। এটা অবশ্য পাঠকদের ভাষার উপর দক্ষতা অর্জনে সাহায্য করে।

সুতরাং আমি মনে করি তোমার প্রতিদিনি সংবাদপত্র পড়া উচিত যাতে তুমি ভাষায় জ্ঞান দক্ষতা অর্জন করতে পার। এটা অবশ্য তোমাকে পাঠ্যপুস্তুকের বাইরের জ্ঞানার্জনেও সাহায্য করবে। আজ আর নয়।

তোমার বড় ভাই,
সুমন।



যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

Leave a Comment