Composition: My First Day At School (বাংলা অর্থসহ)

Composition My First Day At School (বাংলা অর্থসহ)

Composition: My First Day At School (বাংলা অর্থসহ)

Introduction: Life is full of many kinds of incident and experiences. A few of these are exceptional, important and memorable. These remain everfresh in our heart. There are some memorable incidents in my life too. Among those, the most memerable incident or day is my first day at school.

Admission: The day was the 1st january of 1999. My father took me to a primary school. I was very afraid and cried much. The Headmaster asked me some questions and I answered. He became very pleased and allowed my admission.



Going to the classroom: Then I was sent to a classroom with class teacher. The classroom teacher introduced me with my classmates. All received me very warmly. In the classroom, I met some old friends. All of my fear removed away. The first class lasted 45 minutes. I enjoyed three more classes.

At tiffin period: Then came the tiffin period. The tiffin period was really very enjoyable. I played with my classmates. Then I roamed about and saw the whole school campus. The school campus was very beautiful and wonderful. In a word, I was thrilled with the environment of the school. The school broke up at 4.00 pm and then I came back home.

Conclusion: My first day at school was fully a new experience in my life. At first I was very afraid, but at the end I became very glad and happy. With all these, that day is the most memorable day of my life.

Composition: My First Day At School (বাংলা অর্থসহ) / বিদ্যালয়ে আমার প্রথম দিন

ভূমিকা: জীবন পরিপূর্ন নানারকম ঘটনা ও অভিজ্ঞতায়। এগুলোর মধ্যে কয়েকটা ব্যতিক্রমধর্মী, গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। এগুলো থাকে চিরসতেজ আমাদের হৃদয়ে। কিছু স্মরণীয় ঘটনা আছে আমার জীবনেও। সেগুলোর মধ্যে, সবচেয়ে স্মরণীয় ঘটনা বা দিনটি বিদ্যালয়ে আমার প্রথম দিন।

ভর্তি: দিনটি ছিল ১৯৯৯ সালের পহেলা জানুয়ারি। আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন একটি প্রাথমিক বিদ্যালয়ে। আমি খুব ভীত ছিলাম এবং খুব কেঁদেছিলাম। প্রধান শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলেন কয়েকটি প্রশ্ন এবং আমি উত্তর দিলাম। তিনি হলেন খুব খুশি এবং আমাকে ভর্তি করে নিলেন।

শ্রেণিকক্ষে গমন: তারপর আমাকে পাঠানো হলো একটি শ্রেণিকক্ষে শ্রেণিশিক্ষকের সাথে। শ্রেণিশিক্ষক আমাকে পরিচয় করে দিলেন আমার শ্রেণির সাথিদের সাথে। সবাই আমাকে গ্রহণ করল খুব উষ্ণভাবে। শ্রেণিকক্ষে আমার সাক্ষাৎ হলো কিছু পুরাতন বন্ধুর সাথে। আমার সকল ভয় দূরীভুত হলো। প্রথম ক্লস স্থায়ী হলো ৪৫ মিনিট। আমি উপভোগ করেছিলাম আরও তিনটি ক্লাস।



টিফিনের সময়: তারপর আসল টিফিন পিরিয়ড। টিফিন পিরিয়ড ছিল সত্যিকারভাবে অত্যন্ত উপভোগ্য। আমি খেলাধুলা করলাম আমার শ্রেণির সাথিদের সাথে। তারপর আমি ঘুরে বেড়ালাম এবং দেখলাম গোটা বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয় প্রাঙ্গণটা ছিল অত্যন্ত সুন্দর ও চমৎকার। এক কথায়, আমি রোমাঞ্চিত হয়েছিলাম বিদ্যালয়ের পরিবেশ দ্বারা। বিদ্যালয় ছুটি হয়েছিল বিকাল ৪ টায় এবং তখন আমি বাড়ি ফিরেছিলাম।

উপসংহার: বিদ্যালয়ে আমার প্রথম দিন ছিল পুরোপুরি একটা নতুন অভিজ্ঞতা আমার জীবনে। প্রথমে আমি ছিলাম অত্যন্ত ভীত, কিন্তু শেষে আমি হয়ে পড়েছিলাম আনন্দিত ও সুখী। সবকিছু মিলে, ঐ দিনটি সবচেয়ে স্মরণীয় দিন আমার জীবনের।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *