Completing Story: Honesty Is The Best Policy. (বাংলা অর্থসহ)

honesty is the best policy

honesty is the best policy. (সততাই সর্বোত্তম নীতি)

There lived a woodcutter in a village. One day he was cutting wood near a river. Suddenly his axe fell into the river. The river was very deep. The woodcutter didn’t know how to swim or dive. So he was sitting there sadly. Then it happened a wonderful thing. A beautiful fairy appeared before the woodcutter. The fairy told him, “Why are you crying?” He told the fairy the fact. The fairy took pity on him.

She went into water and returned with a golden axe. She said to the woodcutter, “Is it yours?” The wood cutter said, “No.” The fairy again went into water and came back with a silver axe. The woodcutter said, “It is not mine too.” At last, the fairy brought the original axe. Seeing it, the woodcutter became very glad and happy. The fairy also became very pleased with the woodcutter for his honesty. Therefore, the fairy gave him the golden and silver axe too as reward.



অনুবাদ:

honesty is the best policy. (সততাই সর্বোত্তম নীতি)

একটি গ্রামে এক কাঠুরিয়া বাস করত। একদিন সে নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ তার কুড়াল নদীতে পড়ে যায়। নদী অনেক গভীর ছিল। কাঠুরিয়া সাঁতার বা ডুব দিতে জানত না। তাই মন খারাপ করে বসে রইল। তখন ঘটে গেল একটি চমৎকার ব্যাপার। কাঠুরিয়ার সামনে এক সুন্দরী পরী হাজির। পরী তাকে বললো, তুমি কাঁদছ কেন? সে পরীকে ঘটনাটা বলল।

পরী তার প্রতি করুণা করল। সে পানির ভেতর গেল এবং সোনার কুড়াল নিয়ে ফিরে এল। সে কাঠুরিয়াকে বলল, এটা কি তোমার? কাঠুরিয়া বলল না। পরী আবার পানির ভেতর গেল এবং রূপার কুড়াল নিয়ে ফিরে এল। কাঠুরিয়া বলল, এটাও আমার নয়। শেষপর্যন্ত পরী আসল কুড়ালটা নিয়ে এল। তা দেখে কাঠুরিয়া খুব আনন্দিত ও খুশি হল। পরীও তার সততার জন্য কাঠুরিয়ার প্রতি খুব খুশি হল। তাই পুরস্কার হিসেবে পরী তাকে সোনার ও রূপার কুড়ালও দিয়েছিল।



যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। বিভিন্ন শ্রেনির সকল বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন। নতুন নতুন সব শিক্ষামূলক ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

বি: দ্র: তোমার নিজের রচিত কবিতা, সাহিত্য বা যেকোনো শিক্ষামূলক লেখা পাঠিয়ে দাও এডুয়েটিক’র কাছে। এডুয়েটিক প্রকাশ করবে তোমার প্রিয় লেখাটি।

Leave a Comment